বিশেষ ঘোষণা:
IBPS PO মেইন রেজাল্ট ২০২১-এর ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এবং যে প্রার্থীরা মেইন পরীক্ষায় যোগ্য হয়েছেন তাঁরা ইন্টারভিউ রাউন্ডে উপস্থিত হবেন যা IBPS PO নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত রাউন্ড। ইন্টারভিউ রাউন্ডে যোগ্য প্রার্থীদের এপ্রিল ২০২২-এ অস্থায়ী নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন পদে শীঘ্রই নিয়োগ! আজই আবেদন করুন...
advertisement
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীরা সরাসরি এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://ibpsonline.ibps.in/crppo11jul21/clinta_feb22/login.php?appid=331b515a74c04ddff632ddce66e67de0
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি:
সবার প্রথমে প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in যেতে হবে। অথবা উপরে উল্লিখিত সরাসরি লিঙ্কে ক্লিক করতে হবে। প্রদর্শিত হোমপেজে IBPS PO ইন্টারভিউ কললেটারের লিঙ্ক ২০২১-এ ক্লিক করতে হবে। একটি নতুন লগইন পেজ খুলবে। তাতে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা DOB কি জমা দিতে হবে। IBPS PO সাক্ষাৎকারের অ্যাডমিট কার্ড ২০২১ স্ক্রিনে প্রার্থীদের সামনে প্রদর্শিত হবে।অ্যাডমিট কার্ডটি ভাল ভাবে দেখে নিয়ে তারপর ডাউনলোড করতে হবে।
আরও পড়ুন: পুলিশ নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, আজই ডাউনলোড করুন
প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে কার্ডের এক কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। অ্যাডমিট কার্ডটি সফলভাবে ডাউনলোড করার পর, প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময়, স্থান, নাম এবং উল্লিখিত অন্যান্য বিবরণ সহ অ্যাডমিট কার্ডে উল্লিখিত গুরুত্বপূর্ণ বিশদগুলি ভালো ভাবে দেখে নিতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলিতে IBPS দ্বারা বরাদ্দ বিভিন্ন কেন্দ্রে সাক্ষাৎকার নেওয়ার আয়োজন করা হবে।
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদের জন্য নির্বাচিত হয়েছেন এবং ইন্টারভিউতে অংশ নিতে ইচ্ছুক তাঁরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ও আরও বিস্তারিত জানতে এখানে উপলদ্ধ বিজ্ঞপ্তির https://ibpsonline.ibps.in/crppo11jul21/clinta_feb22/login.php?appid=331b515a74c04ddff632ddce66e67de0 সাহায্য নিতে পারেন।