জেলার তপন ব্লকের প্রত্যন্ত গ্রাম বালাপুরের বাসিন্দা কৌরবের বাবা কৃষিজীবী। মাটির বাড়ি, মা হলেন গৃহিণী। রাজ্যের দশম স্থান অধিকারী, স্কুলের নাম উজ্জ্বল কৌরবের। কৌরবরা দুই ভাই। ছোট ভাই সপ্তম শ্রেণিতে পড়ে। বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আর সেই খানেই উঠে আসল দক্ষিণ দিনাজপুর জেলার নাম।
আরও পড়ুন: ‘একটু বেশিই বিখ্যাত হয়ে গেলাম’, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে বললেন রূপায়ণ! ভবিষ্যতে কী হতে চান?
advertisement
রাজ্যে দশম স্থান অধিকার করল বালুরঘাটের বালাপুর হাই স্কুলের ছাত্র কৌরব বর্মণ। আর্টসের স্টুডেন্ট কৌরব। এডুকেশন সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে কৌরব, এডুকেশনে ১০০ পেয়েছে কৌরব। এমন নজরকাড়া ফলাফলে খুশি পরিবার-সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
এবিষয়ে কৌরবের বাবা কার্তিক বর্মণ জানান, “তিনি সামান্য একজন কৃষক। কৃষিকাজ করে দুই ছেলের পড়াশোনা চালান। ছেলের উচ্চ মাধ্যমিকে এমন সাফল্য পাওয়ায় তিনি খুব খুশি।”
জানা যায়, ছোটবেলা থেকেই মেধাবী কৌরব। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের লোকেরা ভেবেছিলেন ভাল ফল করবে। এমনকী পরীক্ষার পর কৌরব নিজেও ভাল ফলের আশা করেছিল। বালাপুর হাই স্কুলে এই প্রথমবার কোনও ছাত্র এত বড় সাফল্য এনে দিল বিদ্যালয়ে। গ্রামের স্কুলে মেধাতালিকায় দশম স্থানে আসায় খুশি বিদ্যালয়ের শিক্ষিকা থেকে এলাকার বাসিন্দারা।
সুস্মিতা গোস্বামী