TRENDING:

HS Result 2024: হাঁটাচলা করতে ভরসা মায়ের কোল! অদম্য জেদেই উচ্চ মাধ্যমিকে বাজিমাত পায়েলের

Last Updated:

HS Result 2024: পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা ৮০ শতাংশ সরকারি হিসেবে হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে ৪৬০ নম্বর পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়া এলাকার পায়েল পাল। পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা আশি শতাংশ সরকারি হিসেবে হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে ৪৬০ নম্বর পেয়েছে।
advertisement

বাড়ির বাইরে গেলেই মায়ের কোল একমাত্র ভরসা। মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল। গতকাল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল। এবারে সে ৯২ শতাংশ নম্বর পেয়েছে। আগামীদিনে ব্যাঙ্ককর্মী হতে চায় পায়েল। আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে। বালুরঘাট সদর শহর থেকে ১০ কিলোমিটার দূরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল।

advertisement

আরও পড়ুন: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ

এবার সে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল। স্বাভাবিক জীবনযাপন করতে পারে না সে। হাঁটাচলা করতে পারেনা। কামারপাড়া এলাকা থেকে বাদামাইল গ্রামে তার স্কুলের দূরত্ব প্রায় দু’কিলোমিটার। এই রাস্তায় তাঁর মা কখনও সাইকেলে, কখনও কোলে করে স্কুলে যাতায়াত করেছে এতদিন। প্রাকৃতিক নিয়মেই বয়স বেড়েছে। এখন আর বাবার কোলে চেপে যেতে চায় না পায়েল। তার ফলে সমস্ত চাপ এখন মায়ের।

advertisement

আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন

লক্ষ্য ভূগোলে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং তারপরে আরও বড় লক্ষ্য ব্যাঙ্কে চাকরি পাওয়া। তার জন্য প্রস্তুতিও শুরু করেছে পায়েল। মেয়ের সাফল্যে আনন্দিত হলেও, উচ্চ শিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে, এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কী করে তা নিয়ে দুশ্চিন্তায় তাঁর বাবা মা। কারন মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার। এখন মেয়ের ভাল কলেজে পড়াশোনার খরচ চালানো কিভাবে যাবে, তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Result 2024: হাঁটাচলা করতে ভরসা মায়ের কোল! অদম্য জেদেই উচ্চ মাধ্যমিকে বাজিমাত পায়েলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল