Lok Sabha Election 2024: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ

Last Updated:

Saayoni Ghosh: এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করছেন সায়নী ঘোষ, জেনে নিন তাঁর সম্পত্তির পরিমাণ কত।

সায়নীর সম্পত্তি কত?
সায়নীর সম্পত্তি কত?
দক্ষিণ ২৪ পরগনা: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তিনি শুধু অভিনেত্রী নন, তাঁর পাশাপাশি তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় বসবাস করেন।
বাবার সঙ্গেই তিনি থাকেন ওই বাড়িতে, এখনও বিয়ে করেননি তিনি। সায়নীর মা কিছুদিন আগেই মারা গিয়েছেন। এর আগে তিনি আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আলিপুরে মনোনয়নপত্র জমা দেন। সেখানেই তিনি তুলে ধরেন তাঁর সম্পত্তির পরিমাণ।
আরও পড়ুন: মহিলাতেই ‘মাত’ BJP, মোদি-রেখার ফোনালাপ নিয়ে বিস্ফোরক অভিষেক! সুপ্রিম কোর্টেও হবে বড় ঘটনা?
যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের হাতে নগদ টাকা ৩৪ হাজার ৫০০ টাকা, তাঁর নিজের নামে একটি গাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট আছে গ্যারেজ-সহ। তাঁর মোট আটটি অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে চারটি সেভিংস ও চারটি কারেন্ট। এবং কয়েকটি অ্যাকাউন্ট তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছে।
advertisement
advertisement
জীবনবিমাও করা আছে তাঁর। চলতি আর্থিক বছরে তাঁর আয় ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা। তাঁর মোট অ্যাকাউন্টে জমানো টাকায় পরিমাণ ৯ লক্ষ ৯৩ হাজার ৩০৩। সায়নীর নেই তেমন কোনও সোনাগয়না। মাত্র ৮ গ্রাম সোনা রয়েছে তাঁর। কিন্তু তাঁর সঙ্গে মাথার উপরে প্রায় ৫৯ লাখ টাকারও বেশি লোন রয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement