গতবারের মত এবছরও জেলায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশী। এবছর ১৩,২৯২ জন ছাত্রী পরীক্ষায় বসছেন। আর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ১০,১৫০ জন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দুটি করে CCTV থাকছে। একটি প্রবেশ পথের মুখে আর একটি কনফিডেন্সিয়াল রুমের ভিতরে।
আরও পড়ুন- বিয়ের মন্ডপেই শুরু! বরকে দেখে নিজেকে সামলাতে পারল না কনে! প্রকাশ্যেই যা করল… লজ্জায় লাল হবু
advertisement
মোবাইল-সহ ইলেকট্রনিকস গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী প্রবেশ করতে না পারে, সেই জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। হুগলী জেলা প্রশাসন খুব তৎপরতার সঙ্গে সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছে। এই বিষয়ে ছাত্রছাত্রীরা জানায়, আজ তাদের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার জন্য তারা খুবই উদগ্রীব।
আরও পড়ুন-‘কন্ডোম’ ছাড়া একমুহূর্ত চলে না…! রণবীরের ‘বেডরুম সিক্রেট’ ফাঁস দীপিকার, রেগে আগুন ঋষি যা বললেন…
উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেনশান একটু রয়েছে তাদের মধ্যে তবে প্রিপারেশনও তারা ঠিক মতন করেছে। মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের টেনশন ছিল তার থেকে এবারে টেনশন একটু কম কারণ এর আগে বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা তাদের হয়েছে। অভিভাবকরা এ বিষয়ে জানান, ছেলেমেয়েদের পরীক্ষা শুধু নয় এর সঙ্গে অভিভাবকদের পরীক্ষা। কারণ টেনশনটা সবথেকে বেশি থাকে অভিভাবকদেরই। তারাও সকাল সকাল চলে এসেছেন পরীক্ষা কেন্দ্রে নিজেদের ছেলেমেয়েদের নিয়ে পরীক্ষা শেষ হলে তাদেরকে নিয়ে তারপর বাড়ি যাবেন।
রাহী হালদার