আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ, ২০২৫ থেকে। শেষ হবে ১৮ মার্চ, ২০২৫। পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর একটা ১৫ মিনিট পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আগামী বছরের যে রুটিন দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ৩ মার্চ প্রথম ভাষার পরীক্ষা হবে। ৪ মার্চ বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে। ৫ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে।
advertisement
আরও পড়ুন: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!
৬ মার্চ অর্থনীতি, ৭ মার্চ ফিজিক্স নিউট্রিশন এডুকেশন ও একাউন্টান্সি বিষয়ের পরীক্ষা। ৮ মার্চ কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, পরিবেশ বিদ্যা, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস এর পরীক্ষা হবে। ১০ মার্চ কমার্শিয়াল ল, সোশিয়লজি, ফিলোসফি বিষয়ের পরীক্ষা হবে। ১১ মার্চ কেমিস্ট্রি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, এরাবিক ও ফ্রেঞ্চ বিষয়ের পরীক্ষা হবে। ১৩ মার্চ অংক, সাইকোলজি, এনথ্রোপোলজি, এগ্রোনমি ও ইতিহাস বিষয়ের পরীক্ষা হবে। ১৭ মার্চ biological science, বিজনেস স্টাডিস ও পলিটিকাল সায়েন্স বিষয়ের পরীক্ষা হবে। ১৮ মার্চ স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা হবে।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
আগামী বছরই দু’টি নতুন বিষয়ের পরীক্ষা নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সাইন্স এর পরীক্ষা আগামী বছরই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিতে চলেছে পরীক্ষা আকারে। অন্যদিকে এবার ৩৮ জনেরও বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্যই এই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। যা মাধ্যমিকের থেকেও বেশি বাতিলের সংখ্যা নিজেকে।
WB HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই শেষ পুরোনো নিয়মের উচ্চ মাধ্যমিক! আগামী বছর কবে কী পরীক্ষা? দেখে নিন সম্পূর্ণ রুটিন
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
