TRENDING:

Bratya Basu on SSC Recruitment 2025: এসএসসি শিক্ষক নিয়োগের সময়সীমা ৮ মাস বৃদ্ধি সুপ্রিম কোর্টের, রাজ্যের 'সঠিক দিক নির্দেশ' উল্লেখ করে বার্তা শিক্ষামন্ত্রীর

Last Updated:

Bratya Basu on SSC Recruitment 2025: রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রায়ের পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যকে শিক্ষক নিয়োগে অতিরিক্ত সময় দিল দেশের সর্বোচ্চ আদালত। এসএসসি শিক্ষক নিয়োগের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা।
কী বললেন শিক্ষামন্ত্রী?
কী বললেন শিক্ষামন্ত্রী?
advertisement

রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রায়ের পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছেন।’

advertisement

আরও পড়ুন: চাকরিহারারা ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ অগাস্ট পর্যন্ত বেতন-সহ কাজ করতে পারবেন: সুপ্রিম কোর্ট

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময় পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন। বেতনও পাবেন। তবে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য় আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই এ বার পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তার পরে কাউন্সেলিং হবে। তাই অগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।”

advertisement

আরও পড়ুন: দেশে ফিজিওথেরাপিস্টের চাহিদা এখন তুঙ্গে, কোথায় পড়াশোনা করা যায়? কী নিয়ে পড়তে হয়? চাকরির সুযোগ কেমন জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

কল্যাণ আরও জানান, ওই আবেদনের ভিত্তিতে অগাস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। যাঁরা দাগি নন, এমন শিক্ষকেরা আগামী অগাস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন বলেও জানান তিনি।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bratya Basu on SSC Recruitment 2025: এসএসসি শিক্ষক নিয়োগের সময়সীমা ৮ মাস বৃদ্ধি সুপ্রিম কোর্টের, রাজ্যের 'সঠিক দিক নির্দেশ' উল্লেখ করে বার্তা শিক্ষামন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল