কিছু বিষয় মাথায় রাখলেই ৮০-তে সহজেই পাওয়া যেতে পারে ৭০-৭৫। তাই রইল উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর পাওয়ার শেষ মুহূর্তের টিপস। সঠিক পরিকল্পনা ও কৌশল মেনে চললে যেকোনও বিষয়েই ভাল নম্বর পাওয়া সম্ভব। জলপাইগুড়ির বিশিষ্ট ইংরেজি শিক্ষক সুব্রত চক্রবর্তীর পরামর্শ অনুযায়ী, এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কয়েকটি বিষয় পরীক্ষার্থীদের মাথায় রাখা জরুরি।
advertisement
আরও পড়ুন: নিজের ফাঁদেই ফেঁসে গেলেন মহম্মদ ইউনূস! বাংলাদেশে জামাত এবার যা চেয়ে বসল, মানলেই ছিঃ ছিঃ করবে দুনিয়া
প্রথমত, রাইটিং সেকশন- রিপোর্ট, লেটার ও প্রসঙ্গভিত্তিক প্যারাগ্রাফ রচনার কাঠামো ভালভাবে অনুশীলন করুন। গ্রামার ও বানান ভুল এড়িয়ে চলুন। গ্রামারের মধ্যে টেনস, ভয়েস, ন্যারেশন ও প্রিপোজিশনের নিয়মগুলো ঝালিয়ে নিন। নিয়মিত অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়বে। রিডিং ও আনসারিং- এ নজর দিতে হবে। প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ে গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করুন। সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর লিখুন এছাড়াও,পরীক্ষার সময় বন্টন অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: কারও ১৫ হাজার, কারও ১০! সরকারি ডাক্তারদের বিরাট বেতন বাড়ালেন মমতা! চিকিৎসকদের মন জয় মুখ্যমন্ত্রীর
তাই পরীক্ষার হলে প্রথমেই প্রশ্নপত্র ভালভাবে পড়ে নিন। যেগুলো পারদর্শী, সেগুলো আগে লিখুন। উত্তর লেখার পর একবার রিভিশন করে বানান ও গ্রামার ঠিক আছে কিনা দেখে নিন। এবং সর্বশেষে, পড়া জিনিসগুলোই রিভিশন আর বারংবার প্র্যাকটিস করতে হবে, সেটিই ভাল নম্বর তোলার মূল চাবিকাঠি। পরীক্ষার আগে অতিরিক্ত চাপ না নিয়ে নিয়মিত প্র্যাকটিস করুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন। তাহলেই ইংরেজিতে ভাল নম্বর পাওয়া সহজ হবে!
সুরজিৎ দে