Mamata Banerjee on Doctors: কারও ১৫ হাজার, কারও ১০! সরকারি ডাক্তারদের বিরাট বেতন বাড়ালেন মমতা! চিকিৎসকদের মন জয় মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee on Doctors: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আরও সুন্দর করতে চিকিৎসকদের সঙ্গে ফের একবার সরাসরি সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ও চিকিৎসকদের বৈঠক
মমতা ও চিকিৎসকদের বৈঠক
কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আরও সুন্দর করতে চিকিৎসকদের সঙ্গে ফের একবার সরাসরি সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘ডক্টরস কনভেনশন’- এর আয়োজন হয়। আর সেখানেই চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিনিয়র ডাক্তারদের স্যালারি ১৫ হাজার বাড়ালাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি ১৫০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টার্ন, হাউজস্টাফ, পিজিটি-দের জন্য ১০ হাজার টাকা বাড়ালাম।’
আরও পড়ুন: কোন খাবারে সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে বলুন তো? অকালে হাড় ভেঙে পড়ে থাকতে না চাইলে জানুন ও খান
হিসেব অনুযায়ী এই বেতন বৃদ্ধির ফলে টাকার অঙ্ক দাঁড়াল, সিনিয়র ডিপ্লোমা চিকিৎসকদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে হল ৮০ হাজার টাকা। সিনিয়র ডিগ্রি চিকিৎসকদের বেতন বেড়ে হল ৭০ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা। এবং পিডিটি এস আর-দের বেতন বেড়ে দাঁড়াল ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল কিনে খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন আসল খেজুর কোনটা? ঠকে না গিয়ে জানুন
এরই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর আর্জি, ‘বিদেশে যাবেন না। বাংলায় থাকুন। লোহার শিকল আর বেড়ি অসম্মানজনক। BMOH দের BDO’র মতো ভাতা এটা করতে পারব না। আমি ১৫ দিনের বাড়াব। সরকারি পরিষেবা হাসপাতালে দিন। মানুষ চিরদিন বাঁচে না। তাঁদের কৃতিত্ব বাঁচে। মানুষ ডাক্তারদের ভগবান ভাবে। মেদিনীপুর কেসে নেগলিজেন্স ছিল। জুনিয়রদের সাসপেনশন তুলে নিলাম। তাঁদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছি।’
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Doctors: কারও ১৫ হাজার, কারও ১০! সরকারি ডাক্তারদের বিরাট বেতন বাড়ালেন মমতা! চিকিৎসকদের মন জয় মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement