TRENDING:

HS Exam 2025 Bengali Last Minute Suggestion: কে বাঁচায় কে বাঁচে-ভারতবর্ষ-ভাত গল্পগুলির কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ বছর উচ্চ মাধ্যমিক বাংলার মোক্ষম সাজেশন

Last Updated:

HS Exam 2025 Bengali Last Minute Suggestion: রয়েছে তিনটি গল্প, চারটি কবিতা! তবে ঠিক কোনটি এ বছরের পরীক্ষায় আসবে, বলে দিলেন শিক্ষক। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: উচ্চ মাধ্যমিক আসন্ন! তার আগে পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে। ছাত্র-ছাত্রীরা বাংলা ইংরেজি পড়ার সময় পায় না বেশিরভাগই, তবে বাংলার প্রতি ভীতি প্রদর্শন না করে বাংলায় কী কী গুরুত্বপূর্ণ থাকছে সেটা সুন্দর করে বুঝিয়ে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য।
advertisement

তিনটি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। অমল আচার্য জানান যে দুটি গল্প খুব ভাল করে পড়ে গেলে পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হবে না ছাত্রছাত্রীদের। ২০২৫ উচ্চ মাধ্যমিকের জন্য ভারতবর্ষ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক অমল আচার্য। এছাড়াও ভাত গল্পের উপর জোর দিতে বললেন শিক্ষক।

advertisement

আরও পড়ুন: ইংরেজি নিয়ে চিন্তা ছাড়ুন, উচ্চ মাধ্যমিকে ছাঁকা নম্বর তুলতে রইল বিশেষজ্ঞ শিক্ষকের লাস্ট মিনিট সাজেশন

কবিতা রয়েছে রূপনারাণের কূলে, মহুয়ার দেশ, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে। শিক্ষক অমল আচার্য বলেন, দুটি কবিতা ভাল করে করতে। দুটি কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল “শিকার”! ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলার জন্য শিকার কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক। এছাড়াও মৃদুল দাসের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক।

advertisement

আরও পড়ুন: দিদাকে খুন করে শুধু পিস পিস করাই নয়, ট্রলিব্যাগকাণ্ডের শিকড় শিলিগুড়িতে! নাতনি ফাল্গুনী যা করে এসেছে সেখানে অবিশ্বাস্য

এছাড়াও প্রথমেই যে mcq এবং saq প্রশ্নগুলি রয়েছে সেগুলির জন্য খুঁটিয়ে বই পড়ার উপদেশ দিলেন বাংলার শিক্ষক। ছোট প্রশ্নের এই অংশতে রয়েছে মোট ১৮+১২ নম্বর। বাকি পুরোটাই ৫ নম্বরের প্রশ্ন এবং রচনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2025 Bengali Last Minute Suggestion: কে বাঁচায় কে বাঁচে-ভারতবর্ষ-ভাত গল্পগুলির কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ বছর উচ্চ মাধ্যমিক বাংলার মোক্ষম সাজেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল