তিনটি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। অমল আচার্য জানান যে দুটি গল্প খুব ভাল করে পড়ে গেলে পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হবে না ছাত্রছাত্রীদের। ২০২৫ উচ্চ মাধ্যমিকের জন্য ভারতবর্ষ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক অমল আচার্য। এছাড়াও ভাত গল্পের উপর জোর দিতে বললেন শিক্ষক।
advertisement
আরও পড়ুন: ইংরেজি নিয়ে চিন্তা ছাড়ুন, উচ্চ মাধ্যমিকে ছাঁকা নম্বর তুলতে রইল বিশেষজ্ঞ শিক্ষকের লাস্ট মিনিট সাজেশন
কবিতা রয়েছে রূপনারাণের কূলে, মহুয়ার দেশ, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে। শিক্ষক অমল আচার্য বলেন, দুটি কবিতা ভাল করে করতে। দুটি কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল “শিকার”! ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলার জন্য শিকার কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক। এছাড়াও মৃদুল দাসের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক।
এছাড়াও প্রথমেই যে mcq এবং saq প্রশ্নগুলি রয়েছে সেগুলির জন্য খুঁটিয়ে বই পড়ার উপদেশ দিলেন বাংলার শিক্ষক। ছোট প্রশ্নের এই অংশতে রয়েছে মোট ১৮+১২ নম্বর। বাকি পুরোটাই ৫ নম্বরের প্রশ্ন এবং রচনা।
নীলাঞ্জন ব্যানার্জী