উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ৬৬০২৬০ আবেদন করেছিলেন পরীক্ষার জন্য, এর মধ্যে ৬৪৫৮৩২ পরীক্ষা দিয়েছেন। পুরোটাই মাল্টিপেল চয়েস টাইপ প্রশ্ন হয়েছে। ৩৯ দিনের মাথায় রেজাল্ট আউট হল।
ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। বিজ্ঞান বিভাগে ১১১৬২৭, কমার্স এ, ৩৭৮০০, কলা বিভাগে ৪৯৬৪০৫ ছিল। ৯৩. ৭২ পার্সেন্টে পাস করেছে তৃতীয় সেমিস্টার এ। ছাত্রদের পাশের হার ৯৩. ৮১, ছাত্রীদের ৯৩. ৬৫ পাশের হার।
advertisement
৯৮. ৮০ বিজ্ঞান বিভাগে সবথেকে বেশি পাশের হার। কমার্স এ ৯৪. ১৯, আর্টস এ ৯২. ৫৪ পাশের হার। ৬০ শতাংশ এর বেশি নম্বর পেয়েছেন ৪১. ১৬, ৭০ শতাংশ এর বেশি পেয়েছেন ১০. ১৪ পার্সেন্ট পেয়েছেন, ৯০ পার্সেন্টে এর বেশি পেয়েছেন ০. ৪৮ পার্সেন্টে। প্রথম দশে ৬৯ জন স্টুডেন্ট আছেন। এর মধ্যে ৩জন ছাত্রী, বাকি সবাই ছাত্র।
 advertisement    
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2025 1:11 PM IST

