TRENDING:

Higher Secondary Results 2024: বাবা রিকশা চালক.., মা বাঁধেন বিড়ি..., উচ্চমাধ্যমিকে বিরাট চমক বসিরহাটের রুবিনা খাতুনের!

Last Updated:

Higher Secondary Results 2024: চরম দারিদ্রতার সাথে লড়াই করে বেড়ে ওঠা রুবিনা খাতুন। ত্রিপলের ছাউনির ঘরে কোনক্রমে বসবাস। উচ্চ মাধ্যমিকের নজরকাড়া নম্বর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মা সংসারের হাল ধরতে বিড়ি বাঁধেন, ওদিকে বাবার দিন কাটে রিকশা টেনে। টানাটানির সেই সংসারেই উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে চমক দিল হাসনাবাদের রুবিনা খাতুন।
advertisement

এ যেন দারিদ্রের কাছে হার না মানা এক সাহসী উত্থানের গল্প। উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদের বরুনহাট এলাকার মেয়ে রুবিনা খাতুন চরম অনটনের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছে। ত্রিপলের ছাউনির ঘরে কোনওক্রমে বসবাস। প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোনও লাইব্রেরি না পড়াশোনার তেমন ঝোঁক। এমনকি এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নয়। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলল রুবিনা। যার মধ্যে ভূগোলে ৯৯, দর্শনে ৯৮ নম্বর তুলেছে রুবিনা।

advertisement

আরও পড়ুন: কাচ্চি বিরিয়ানির হাঁড়ি কেন ‘লাল’ কাপড়েই মোড়া থাকে…? অধিকাংশ বিরিয়ানি প্রেমিকদেরই অজানা! চমকে দেবে ‘সঠিক’ উত্তর

মাথার উপরে নেই শক্তপোক্ত ছাদ। তবুও অসম্ভবকে সম্ভব করে দেখাল রুবিনা। উত্তর ২৪ পরগনা হাসনাবাদ ব্লকের বরুনহাট হাই স্কুলের ছাত্রী রুবিনা খাতুনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৪৭৯ যা প্রায় ৯৬ শতাংশ। রুবিনা ছোট থেকেই খুবই মেধাবী। সে ভূগোল নিয়ে পড়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে। কিন্তু আর্থিক অনটন তাঁর উচ্চশিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা।

advertisement

View More

রুবিনার গৃহশিক্ষক তাপস রায় জানান, “ও ছোট থেকে খুব মেধাবী, আর্থিক অবস্থা খুব ভাল নয়। আমরা সবাই রুবিনার পাশে আছি। উচ্চ শিক্ষার জন্য সব রকম সাহায্য করব।’ রুবিনা জানায় ভবিষ্যতে সে শিক্ষক হতে চায়। কিন্তু চরম সঙ্গে লড়াই করে রুবিনা কি পারবে সেই সাফল্যে পৌঁছতে? সেটাই এখন রুবিনার কাছে বড় চ্যালেঞ্জ।

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Results 2024: বাবা রিকশা চালক.., মা বাঁধেন বিড়ি..., উচ্চমাধ্যমিকে বিরাট চমক বসিরহাটের রুবিনা খাতুনের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল