পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন আটকাতে তিন দফা পদক্ষেপ নিল সংসদ। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। পাশাপাশি অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘পাইলট প্রজেক্ট হিসেবে আমরা অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন আটকানোর পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস যাতে আটকানো যায় তার জন্যই এই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করা হবে। রাজ্য জয়েন্ট বোর্ড এই ধরনের পদ্ধতি ব্যবহার করে আমরা সেটাই এবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করছি।’’
advertisement
আরও পড়ুন- রাশিফল ১৪ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন
স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করা হলেও সাধারণ পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের কয়েক দফায় তল্লাশি চালানো হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের চেকিং করবেন তারা মোবাইল ফোন নিয়ে ঢুকছেন নাকি। এরপর পরীক্ষার হলে ঢুকলে দায়িত্বপ্রাপ্ত নজরদারি শিক্ষক-শিক্ষিকারাও এটা নিশ্চিত করবেন ঘরের ভেতরে কেউ মোবাইল ফোন নিয়ে নেই। প্রয়োজনে ঘরের ভেতরে ও মোবাইল ফোন নিয়ে তল্লাশি করবেন নজর বাড়ির দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা।
গত শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সাম্প্রতিক সময় পরীক্ষা শুরুর পর পর উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছে। এবার তার জেরেই প্রযুক্তিকে ব্যবহার করে মোবাইল ফোনের ব্যবহার আটকানোর চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়