আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু ওই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷
আরও পড়ুন: পিছিয়ে গেল ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ, জানুন
এ ছাড়াও আইসিএসসি, সিবিএসই, আইএএস বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷ সেই কারণে উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ তৃণমূলের তরফেও একটি প্রতিনিধি দল এ দিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে একই দাবি জানায়৷
advertisement
আরও পড়ুন: ১০ হাজার শিক্ষক বদলি! উচ্চমাধ্যমিক আয়োজনে শিক্ষক শিক্ষিকা মেলা নিয়ে সংশয়ে শিক্ষা সংসদ!
যদিও, নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উপনির্বাচনের দিন পিছোলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে৷ কারণ বাবুল সুপ্রিয় সাংসদ পদে ইস্তফা দেওয়ার ছ' মাসের মধ্যে আসানসোলে ভোট করাতে হবে৷
নির্বাচন কমিশন যে ভোটের দিন পিছোবে না সেই ইঙ্গিত পেয়েই পরীক্ষার সূচি বদলের প্রস্তুতি নিতে শুরু করে রাজ্য সরকার৷ এ দিন বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ভোট না পিছোলে পরীক্ষাই পিছিয়ে দেওয়া হবে৷