আজ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। স্কুল জীবনের বিদায়বেলা কার্যত শেষ হল আজই। এরপর অনেকেই থেকে যাবে তাদের শহরে। আবার কেউ পড়াশোনার জন্য চলে যাবে বাইরে।চেনা বন্ধুরা হারিয়ে যেতে পারে ব্যস্ততার ভিড়ে। তাই শেষ সময়টুকুর আনন্দ ছাড়তে রাজি ছিলেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
advertisement
বন্ধুদের নিয়ে পরীক্ষা শেষের পর গল্প, খাওয়াদাওয়া ও মজাদার মুহূর্ত তৈরি করলেন তাঁরা। পরীক্ষা নিয়ে অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নিল সকলে।
আরও পড়ুন: বিছানার চাদর সরাতেই... থরথর করে কাঁপতে লাগলেন মহিলা! আচমকা গলা ফাটানো চিৎকার! তারপর?
বাড়ি ফেরার আগে মুঠোফোনে সেলফি তুলতে দেখা গেল তাদের। আবার কেউ কেউ তাদের অভিভাবকদের কাছে আবদার রাখল গ্রুপ ফোটো তুলে দেওয়ার জন্য। আবার অনেককে দেখা গেল বন্ধুদের জামায় স্বাক্ষর করে দিতে। স্কুল ইউনিফর্ম যত্ন করে সকলে রেখে দেয় স্মৃতি হিসেবে। সেই স্মৃতির সঙ্গে থেকে যাবে এই স্বাক্ষরও।
অনন্যা দে