TRENDING:

Higher Secondary Exam Ends: স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন...

Last Updated:

পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি।সময়টা অনেক বড়।এরমধ‍্যেই বন্ধুত্ব হয়ে ওঠে গাঢ়।বিদায়বেলায় বন্ধুদের নিয়ে সেলফি,স্বাক্ষরে মেতে উঠল এবারের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি। সময়টা অনেক বড়। এরমধ‍্যেই বন্ধুত্ব হয়ে ওঠে গাঢ়। বিদায়বেলায় তাই বন্ধুদের নিয়ে সেলফি, স্বাক্ষরে মেতে উঠল এবারের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীরা। বিদায়ের বিষাদে মিশে গেল অনাবিল আনন্দ আর তৈরি হল কিছু মুহূর্ত যা আজীবন থাকবে জীবন পথের নানা ওঠাপড়ার সঙ্গী হয়ে।
advertisement

আজ ছিল উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার শেষ দিন। স্কুল জীবনের বিদায়বেলা কার্যত শেষ হল আজই। এরপর অনেকেই থেকে যাবে তাদের শহরে। আবার কেউ পড়াশোনার জন‍্য চলে যাবে বাইরে।চেনা বন্ধুরা হারিয়ে যেতে পারে ব‍্যস্ততার ভিড়ে। তাই শেষ সময়টুকুর আনন্দ ছাড়তে রাজি ছিলেন না উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা...! দু'দিনেই আবহাওয়ার বিরাট খেল! বাংলা-সহ ৯ রাজ্যে জারি বড় সতর্কতা! লেটেস্ট ওয়েদার আপডেট

advertisement

বন্ধুদের নিয়ে পরীক্ষা শেষের পর গল্প, খাওয়াদাওয়া ও মজাদার মুহূর্ত তৈরি করলেন তাঁরা। পরীক্ষা নিয়ে অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নিল সকলে।

আরও পড়ুন: বিছানার চাদর সরাতেই... থরথর করে কাঁপতে লাগলেন মহিলা! আচমকা গলা ফাটানো চিৎকার! তারপর?

বাড়ি ফেরার আগে মুঠোফোনে সেলফি তুলতে দেখা গেল তাদের। আবার কেউ কেউ তাদের অভিভাবকদের কাছে আবদার রাখল গ্রুপ ফোটো তুলে দেওয়ার জন‍্য। আবার অনেককে দেখা গেল বন্ধুদের জামায় স্বাক্ষর করে দিতে। স্কুল ইউনিফর্ম যত্ন করে সকলে রেখে দেয় স্মৃতি হিসেবে। সেই স্মৃতির সঙ্গে থেকে যাবে এই স্বাক্ষরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Exam Ends: স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল