উচ্চমাধ্যমিকের সফল হলে নম্বরের উপরে ভিত্তি করে বিভিন্ন উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব। পরীক্ষার শুরুর আগে শেষ মুহূর্তের সাজেশন দিলেন গণিত বিভাগের শিক্ষক। গণিতে একটু নজর দিয়ে করলে পুরো নম্বরই পাওয়া যায়।
আরও পড়ুন: 'এপাং ওপাং ঝপাং'...! সুকান্ত মজুমদারের মুখে হঠাৎ মমতার কবিতার লাইন! যা লিখলেন সোশ্যালে
আরও পড়ুন: ২৮ এখন অতীত VI-এর ৩০ দিনের ভ্যালিডিটি! ২৫ জিবি ডাটা, আনলিমিডেট কল-সহ একগুচ্ছ ধামাকা অফার
advertisement
শিক্ষকের কথায়
১. নির্ণায়ক বা ম্যাট্রিক্স এ চিহ্নগুলো সঠিকভাবে দিতে হবে।
২. ভেক্টর অধ্যায়ে নির্দিষ্ট চিহ্ন এবং সূত্র গুলি ভালোভাবে পড়তে হবে।
৩. সময় হাতে নিয়ে একাধিক মাল্টিপল চয়েজ কোশ্চেন বা এম সি কিউ করাটা শ্রেয়।
৪. প্রশ্নপত্র পাওয়ার পর মাথা ঠান্ডা রেখে কোন কোন প্রশ্ন পারা যাবে তা চিহ্নিত করতে হবে।
৫. উত্তরপত্র হাতে পাওয়ার পর জানা অঙ্কগুলো প্রথম দিকে করতে হবে। একটু সন্দেহ থাকলে সেগুলো পরে করা ভালো।
৬. অঙ্কের একক ভিক্টরের দিক এবং পরিষ্কার-পরিচ্ছন্নভাবে উত্তর দিতে হবে।
৭. অঙ্কের মান সঠিক নির্ণয় করতে হবে।
আত্মবিশ্বাস রেখে গণিত পরীক্ষা দিলে ভাল ফল মিলবে।
রঞ্জন চন্দ