ছোটবেলা থেকেই প্রিয় বন্ধু বলতেই বই। বরাবরই মেধাবী ছাত্র শুভ্রাংশু। পঞ্চম শ্রেণি থেকে ই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা শুভ্রাংশুর, সেখান থেকেই বেড়ে ওঠা। যদিও শুভাংশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বজবজের মহেশতলা হলেও ক্লাস ফাইভ থেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিকেই থাকত শুভ্রাংশু।
আরও পড়ুনঃ পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য জানিয়ে দিল সংসদ
advertisement
গান গাইতে ভালবাসে শুভ্রাংশু। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটি ব্যান্ড হয়েছিল জোনাকি নামে, সেই ব্যান্ডে এক সময় লিভ সিঙ্গার ছিল শুভ্রাংশু। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে খুব সাহায্য করত। এ ছাড়াও তাকে সব থেকে বেশি সাহায্য করেছে স্কুলের লাইব্রেরি। শুভ্রাংশু পড়াশোনা করতে পছন্দ করে। লাইব্রেরি থেকেই বই সংগ্রহ করে পড়াশোনায় এগিয়ে নিয়ে যেত। আজ ফলাফল প্রকাশের পর শুভ্রাংশু চোখে মুখে ধরা পড়েছে একরাশ খুশি। বন্ধুদের সঙ্গে পড়াশোনার নিয়ে প্রতিযোগিতা ছিল তবে তা সুস্থ প্রতিযোগিতা।
শুভ্রাংশু জানিয়েছে, ‘ভাল রেজাল্ট হবে আশাবাদী ছিলাম। কিন্তু এত ভাল রেজাল্ট হবে ভাবতে পারিনি।’ শুভ্রাংশুর বাবা তাপস সর্দার বলেন, ‘ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ফোকাস ছিল ছেলের। সংসারের অভাব কখনও প্রতিবন্ধকতা হয়ে ওঠেনি পড়াশোনায়। ছেলের এই রেজাল্টে আমি খুব খুশি। আগামী দিনে শুভ্রাংশু নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবে। পরিবারের পক্ষ থেকে শুভ্রাংশুর ওপরে কোনও চাপ নেই।’
আরও পড়ুনঃ আবহাওয়ার বিরাট পরিবর্তন! কী হতে চলেছে আগামী ২৪ ঘণ্টায়, জানুন সর্বশেষ পূর্বাভাস
শুভ্রাংশুর মা শম্পা সর্দার বলেন, ‘বাড়িতে অভাব রয়েছে, ছেলেদের এই অভূতপূর্ব রেজাল্ট মোবাইলে প্রথম জানতে পারি। ছেলের জেদের কাছে হার মেনেছে পরিবারের আর্থিক অনটন। শুভ্রাংশু ছোটবেলা থেকেই বই পাগল। তাই পুজোর সময় গিফট হিসাবে সব সময় বই পছন্দ করত। এমনকি পুজোর সময় নতুন জামা কাপড়ের বদলে বই কিনতে চাইত শুভ্রাংশু।
মা শম্পা সর্দার গৃহবধূ হলেও বাড়িতে সংসারের হাল ধরে রাখতে সেলাইয়ের কাজ করতেন তিনি। শুভ্রাংশু ছোটবেলা থেকেই খেতে ভালবাসে। পছন্দের খাবারের তালিকায় বিরিয়ানি ও চাইনিজ খাবার। আগামী দিনে অর্থনীতি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অর্জনকারী শুভ্রাংশুর। শুভ্রাংশুর এই সাফল্যে খুশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী ইষ্টেশানন্দ বলেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ভাল ফল করেছে। উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মধ্যে ভাল ফলাফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই সাফল্য ছাত্র-ছাত্রীদের পাশাপাশি যে সকল অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছে তাদের সাফল্য। আমরা আনন্দিত ও গর্বিত বোধ করি শুভ্রাংশু ছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বহু ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার, রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে নরেন্দ্রনাথ ব্যানার্জি, প্রাপ্ত নম্বর ৪৯৩। ষষ্ঠ স্থান অধিকার করেছে অর্কদ্বীপ ধারা, প্রাপ্ত নম্বর ৪৯১। সপ্তম স্থান অধিকার করেছে বিতান শাসমল ও অর্ক ঘোষ, অভিরূপ পাল প্রাপ্ত নম্বর ৪৯০। অষ্টম স্থান অধিকার করেছে শোহেব সাকলিন কবীর, প্রাপ্ত নম্বর ৪৮৯। নবম স্থান অধিকার করেছে সায়ন সাহা ও অর্ক প্রতিম দে, দুজনের প্রাপ্ত নম্বর ৪৮৮।
Suman Saha






