*পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে এখনই গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ না হলেও এ দিন দুপুরের পর তাপমাত্রার পারদ ছুঁইবে প্রায় ৪০ ডিগ্রি। মৌসম ভবনের পূর্বাভাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
*এ দিন অর্থাৎ ২৩ মে মঙ্গলবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় দিঘায় বৃষ্টি হয়নি। এ দিনও দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ফাইল ছবি।
*তমলুক-সহ সংলগ্ন এলাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ শতাংশ। এ দিন দুপুরের পর ঝড় বৃষ্টির পূর্বাভাস তমলুক সহ সংলগ্ন এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল শহরের এ দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮২ শতাংশ। ফাইল ছবি।
*হলদিয়ার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর শিল্পাঞ্চল শহরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের এ দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ শতাংশ। ফাইল ছবি।