শুধু সিবিএসই নয়, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকেও নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা নিয়ে বানানো ওই ছবিটির নাম ‘চলো জীতে হ্যায়’।
আজ, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির জন্মদিন, গত কাল থেকে সিনেমাটি দেখানো শুরু হয়েছে। গান্ধিজির জন্মদিন অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত ছবিটি দেখানো হবে বলে জানা গিয়েছে।
advertisement
২০১৮ সালে মুক্তি পাওয়া ওই ছবিটি সেরা ‘নন-ফিচার ফিল্ম’ হিসাবে জাতীয় পুরস্কারও জিতেছে। ওই ছবিটি নাকি ছাত্রছাত্রীদের চরিত্রগঠনে সাহায্য করবে এবং সামাজিক-মানসিক শিক্ষায় সহায়তা করবে। আজ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, সেই দিন থেকে মোদির জীবনি নিয়ে ছবি দেখানো নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। তবে দেশ জুড়ে জন্মদিন পালনের পাশাপাশি মোদির জন্মদিনে সরকার যে স্কুল পড়ুয়াদেরও শামিল করতে চায় তা বলাই বাহুল্য।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 7:04 PM IST