TRENDING:

Government Job Computer Course: সরকারি ও প্রাইভেট চাকরির জন্য কোন কম্পিউটার কোর্স সবচেয়ে দরকারি? করলেই চাকরি পাকা! দেরি না করে জানুন...

Last Updated:

Government Job Computer Course: কম্পিউটার কোর্সের এক্সপার্ট শৈলেশ যাদব বলেন যে আজকের যুগে কম্পিউটার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সরকারি ও প্রাইভেট চাকরির জন্য কোন কম্পিউটার কোর্স সবচেয়ে উপযোগী? O লেভেল, CCC, ADCA ও DCA কোর্সের গুরুত্ব কী? জেনে নিন কোন কোর্স করলে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মউ: আপনি যদি কম্পিউটারে নিজের ভবিষ্যৎ গড়তে চান, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আজকের সময়ে অধিকাংশ কাজই কম্পিউটারের উপর নির্ভর করছে। তাই অনেকেই দ্বিধায় থাকেন যে কোন কম্পিউটার কোর্স করলে ভালো চাকরি পাওয়া যাবে।
সরকারি ও প্রাইভেট চাকরির জন্য কোন কম্পিউটার কোর্স সবচেয়ে দরকারি? করলেই চাকরি পাকা! দেরি না করে জানুন...
সরকারি ও প্রাইভেট চাকরির জন্য কোন কম্পিউটার কোর্স সবচেয়ে দরকারি? করলেই চাকরি পাকা! দেরি না করে জানুন...
advertisement

আপনি যদি চাকরির লক্ষ্য নিয়ে কম্পিউটার কোর্স করতে চান এবং ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোর্সটি করবেন যাতে সহজেই চাকরি মেলে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

আরও পড়ুন: গবেষণার স্বপ্ন? IIT খড়্গপুরে মোটা অঙ্কের বেতনে চাকরির বড় সুযোগ, কারা আবেদন করতে পারবেন? জেনে নিন

লোকাল 18-এর সঙ্গে কথা বলতে গিয়ে কম্পিউটার কোর্স বিশেষজ্ঞ শৈলেশ যাদব জানান, এখন কম্পিউটার মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অধিকাংশ কাজই এখন কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা বুঝে উঠতে পারেন না, কোন কোর্স করলে ভবিষ্যৎ উজ্জ্বল ও সুনিশ্চিত হবে।

advertisement

সরকারি চাকরির জন্য O Level সবচেয়ে উপযুক্ত শৈলেশ যাদব জানিয়েছেন, যদি কেউ সরকারি চাকরি করতে চায়, তাহলে O Level কোর্স কম্পিউটার শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কোর্স করলে সহজেই সরকারি চাকরির সুযোগ পাওয়া যায়, কারণ বেশিরভাগ সরকারি চাকরিতে O লেভেলের সার্টিফিকেট চাওয়া হয়। এর পাশাপাশি CCC কোর্স করাও বাধ্যতামূলক।

আরও পড়ুন: ইসরোতে ডাক পেল মুর্শিদাবাদের কিশোর! ‘খুদে বিজ্ঞানী’ এই বছরেই দিল CBSE-তে মাধ‍্যমিক

advertisement

প্রাইভেট চাকরির জন্য এই কোর্সগুলোতে ভর্তি নিতে পারেন আপনি যদি প্রাইভেট সেক্টরে চাকরি করতে চান, তাহলে ADCA বা DCA কোর্স করতে পারেন। কারণ প্রাইভেট ক্ষেত্রে এক্সেল ও অ্যাকাউন্টিং-এর কাজ বেশি হয়ে থাকে, যা এই কোর্সগুলির মধ্যে পড়ে। ADCA কোর্সের মেয়াদ ১৮ মাস এবং DCA কোর্সের মেয়াদ ১২ মাস।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কম্পিউটার শেখার কোনও বয়স হয় না আপনি চাইলে বেসিক কম্পিউটার শেখার কোর্সও করতে পারেন, যার মেয়াদ ৬ মাস। তাই যদি আপনি কম্পিউটার ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তাহলে এই কোর্সগুলো আপনার জন্য উপযোগী হতে পারে। কম্পিউটার শেখার কোনও নির্দিষ্ট বয়স নেই। আপনি পড়াশোনার ফাঁকেও এই কোর্সগুলো করতে পারেন এবং সহজেই চাকরির সুযোগ পেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Government Job Computer Course: সরকারি ও প্রাইভেট চাকরির জন্য কোন কম্পিউটার কোর্স সবচেয়ে দরকারি? করলেই চাকরি পাকা! দেরি না করে জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল