স্কিল হাব তৈরি হয়েছে গৌড় কলেজে। অনলাইন মাধ্যমে জুন মাস পর্যন্ত ছাত্রছাত্রীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় পাশ করলে এই সমস্ত সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বা কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে। গৌড় কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার বলেন, উত্তরবঙ্গে এই প্রথম কোন ডিগ্রি কলেজে এই ধরনের কোর্স চালু হচ্ছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে স্কিল হাব তৈরি হচ্ছে গৌড় কলেজে। পাঁচটি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স চালু করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: রেলে চাকরির সুবর্ণ সুযোগ! হাতে আর বেশি সময় নেই, জানুন
এই থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। গৌড় কলেজ সূত্রে জানা গিয়েছে, পাঁচটি কোর্সের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, হেলথ কেয়ার হাইজিন এবং হাউসকিপিং, ট্রেইনি বিউটিশিয়ান, যোগা ও হেয়ার ডায়ার। প্রতিটি বিষয়ে ৫০টি করে আসন রয়েছে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনে ৫০ টি আসন। ছয় মাসের এই কোর্স। গৌড় কলেজেই নিয়মিত ক্লাস হবে। চলতি শিক্ষাবর্ষে এই পাঁচটি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু করা হলেও আগামীতে আরও অন্যান্য বিষয়গুলিতে চালু করার পরিকল্পনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের।
আরও পড়ুন: গোয়েন্দাগিরি করতে ভালবাসেন? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে যোগ দিন, জানুন
কো আর্ডিনেটর অর্নিবান রায় বলেন, অনলাইন পদ্ধতিতে ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। এ করছে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক। একটি কোর্সের জন্য মাধ্যমিক পাস। অনলাইনে আবেদন হলেও ছাত্রছাত্রীদের কলেজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ছয় মাসের এই কোর্স পড়ার জন্য কোন টাকা পয়সা লাগবে না।
যোগাযোগ – ৬২৯২২৪২৪৮৮
হরষিত সিংহ