সব থেকে বড় বিষয় হল, এই শিক্ষা বর্ষে একটিমাত্র মুখ্য বিষয়ে(মেজর) নিয়ে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে হবে বিশ্ববিদ্যালয়ে। ‘সেন্টার ফর স্টাডিজ ইন সাঁওতালি কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ’কোর্সটি পরিচালনা করবে। মুখ্য বিষয় অর্থাৎ মেজর বেছে নেওয়া যাবে পদার্থবিদ্যা, ভূগোল দর্শন এবং অংকে। সেমিস্টার ভাগ করে পড়ানো হবে এবং পরিচালনা করা হবে এই চার বছরের স্নাতক কোর্স।
advertisement
আরও পড়ুন: পড়ুয়া চাইলে মুছে দিতে হবে নির্দিষ্ট সিসিটিভি ফুটেজ, প্রেসিডেন্সিতে জারি ফতোয়া উঠে গেল
এই কোর্স করা যাবে সাঁওতালি ভাষায়। যে যে ছাত্রছাত্রীরা এই কোর্সে ভর্তি হতে চাইছেন তারা আবেদন করতে পারবেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটে গিয়ে সরাসরি এডমিশনের লিংকে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে। এই আবেদন করার শেষ দিন আগামী ১৫ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।
নীলাঞ্জন বন্দোপাধ্যায়