আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০৪৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদ
দক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদ
পশ্চিম অঞ্চল: ৭১৩টি পদ
পূর্বাঞ্চল: ৭৬৮টি পদ
উত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি পদ
আরও পড়ুন: চোখ মারাত্মক ক্ষতি করে দিচ্ছে ওমিক্রন! কিছু উপসর্গ দেখা দিলেই সোজা ডাক্তারের কাছে যান
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India) |
পদের নাম: | নন-একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা: | ৫০৪৩ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে |
আবেদন শুরু: | ০৬.০৯.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৫.১০.২০২২ |
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।
আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে চুল ভিজে দফারফা! এই রুটিন মেনে চললেই মিলবে সমস্যা থেকে মুক্তি
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ফেজ I এবং ফেজ II পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড II পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে
https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf
ক্লিক করে দেখতে পারেন