চোখ মারাত্মক ক্ষতি করে দিচ্ছে ওমিক্রন! কিছু উপসর্গ দেখা দিলেই সোজা ডাক্তারের কাছে যান

Last Updated:

যে কোনও লক্ষণ দেখলে চিকিৎসকের পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করার কথা বলছেন স্বাস্থ্য কর্তারা।

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে সর্দি, কাশি, জ্বর, গন্ধ চলে যাওয়া, স্বাদ হারানোর মতো একাধিক লক্ষণ দেখা যায়। কিন্তু শুধু এগুলোই নয়। ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে চোখেরও ক্ষতি হতে পারে। সাম্প্রতিক একটি গবেষণায় মিলেছে এই তথ্য। তাই ওমিক্রন ভ্যারিয়েন্টের যে কোনও লক্ষণ দেখলে চিকিৎসকের পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করার কথা বলছেন স্বাস্থ্য কর্তারা।
গবেষণা কী বলছে?
বিএমজে ওপেন অপথালমোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, কোভিডের লক্ষণগুলো চোখকেও প্রভাবিত করতে পারে। অর্থাৎ করোনা আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে ক্ষতি হতে পারে চোখেরও। তাই করোনা থেকে সেরে ওঠার পর চক্ষু বিশেষজ্ঞদের দেখিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কোভিডের ফলে চোখের রোগের লক্ষণ:
গবেষণায় দেখা গিয়েছে, করোনার ফলে চোখ ক্ষতিগ্রস্ত হলে যে সাধারণ লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলি হল ফটোফোবিয়া, চোখে ঘা এবং চুলকানি। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সব থেকে বেশি দেখা গিয়েছে ফটোফোবিয়া। এতে আলো দেখলে চোখ অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। কখনও কখনও অস্বস্তিও হয়। যদিও গবেষকরা বলছেন, আলোর প্রতি এই সংবেদনশীলতা খুব সাধারণ। তবে এর সঙ্গে চোখে ব্যথা থাকলে সেটা ‘সবচেয়ে উল্লেখযোগ্য’। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে ঝাপসা দৃষ্টি এবং লাল, রক্তাক্ত চোখ।
advertisement
advertisement
অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ:
গবেষকরা বলছেন, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই উপসর্গ দেখা যাচ্ছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ শতাংশ জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার ২ সপ্তাহের মধ্যে চোখের সমস্যা দেখা দিয়েছে। তবে আশার কথা হল এই সমস্যা বেশিদিন স্থায়ী হচ্ছে না। ৮০ শতাংশ অংশগ্রহণকারীই জানিয়েছেন, চোখের এই উপসর্গগুলো ২ সপ্তাহেরও কম সময় স্থায়ী হয়েছিল।
advertisement
কনজাংকটিভাইটিস:
কানাডিয়ান জার্নাল অফ অফথালমোলজিতে প্রকাশিত একটি সমীক্ষাও কনজাংকটিভাইটিস বা জয় বাংলাকে একটি কোভিড উপসর্গ হিসাবে চিহ্নিত করেছে। কনজাংকটিভাইটিস বলতে কনজাংটিভার প্রদাহকে বোঝায়। চোখের পাতার ভিতরের দিকে একটি পাতলা ঝিল্লি থাকে, সেখানে জ্বালা করে।
advertisement
শরীরের অন্যান্য অংশে কোভিডের লক্ষণ:
চোখ ছাড়া শরীরের অনান্য অংশে কোভিডের উপসর্গ দেখা দিতে পারে। সেগুলি হল, শরীরের ব্যথা, মাথাব্যথা, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, খিজে না থাকা, ডায়রিয়া, উচ্চ তাপমাত্রা, খুকখুকে বা ক্রমাগত কাশি, গন্ধ না পাওয়া কিংবা স্বাদ বা অনুভূতির পরিবর্তন, নিঃশ্বাসের দুর্বলতা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখ মারাত্মক ক্ষতি করে দিচ্ছে ওমিক্রন! কিছু উপসর্গ দেখা দিলেই সোজা ডাক্তারের কাছে যান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement