রবিবার সকাল থেকেই পূর্বরেল অতিরিক্ত ট্রেন চালিয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেনের মধ্যে ৫ জোড়া ট্রেন চলছে শিয়ালদহ ও ব্যারাকপুরের মধ্যে। একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ ও নৈহাটির মধ্যে। একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ ও বজবজের মধ্যে। এছাড়াও একজোড়া শিয়ালদহ-ডানকুনি, একজোড়া শিয়ালদহ-মধ্যমগ্রাম, একজোড়া শিয়ালদহ-বারাসাত ও একজোড়া শিয়ালদহ-দত্তপুকুরের মধ্যে চলাচল করবে। মালদহ ও আসানসোল ডিভিশনেও প্রতিদিনকার মতো ট্রেন চলবে। অন্যদিকে মেট্রোরেলও অতিরিক্ত ৮টি ট্রেন চালাচ্ছে। ট্রেন চলছে ১০ মিনিট অন্তর। শহরতলির বিভিন্ন স্টেশনে আলাদাভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আরপিএফ ও জিআরপি মোতায়েন থাকছে প্রত্যেকটি স্টেশনে।
advertisement
আরও পড়ুন: '৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু
প্রায় ১০ লক্ষ মানুষ যাতায়াত করবেন। এ জন্য রাজ্যের সবকটি পরিবহণ সংস্থা মিলিয়ে রাস্তায় থাকবে প্রায় ১৮০০ বাস। এর পাশাপাশি প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস আজ রাস্তায় আছে। রবিবার এমনিতেই ছুটির দিন। টেটের কথা মাথায় রেখে পরিবহণ দফতরের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সব পরীক্ষার্থী ও তাঁদের সঙ্গে থাকা লোকজনের জন্য পরিবহণ ব্যবস্থা সচল করে রাখাই বড় চ্যালেঞ্জ। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সকাল থেকেই কন্ট্রোল রুম মারফত নজরদারি চলছে। পর্যাপ্ত সংখ্যক বাস, ট্যাক্সি ও ফেরি রাখা হয়েছে। পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া ডিভিশনে রোজকার মতোই ট্রেন চলছে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনে চলবে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন। মেট্রো পরিষেবাও যথাযথ।