অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ESIC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ESIC Recruitment 2022: আবেদন পদ্ধতি
advertisement
আগ্রহী প্রার্থীরা পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট এই ইমেইল আইডিতে ms-odckolkata@esic.nic.in পাঠতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation) |
পদের নাম | পার্ট টাইম/ফুল-টাইম সুপার স্পেশালিস্ট |
শূন্যপদের সংখ্যা | ১১ |
কাজের স্থান, কাজের ধরন, নির্বাচন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ESIC Recruitment 2022: বয়সসীমাপ্রার্থীদের বয়স বিজ্ঞাপন প্রকাশের তারিখ অনুসারে ৬৭ বছরের মধ্যে হতে হবে।
ESIC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ -এর তৃতীয় শিডিউলের প্রথম বা দ্বিতীয় পার্ট অনুসারে স্বীকৃত মেডিকেল কোয়ালিফিকেশন থাকতে হবে।
অ্যানেক্সার-১ বা সমতুল্য বিভাগে স্পেশালিস্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ডিএম/এম পদের পরবর্তীতে স্বীকৃত প্রতিষ্ঠানে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা (১৩)-এর উপ-ধারা (৩)-এ নির্ধারিত শর্তগুলি পূরণ করতে হবে।
অ্যানেক্সার-১ বা সমতুল্য বিভাগে স্পেশালিস্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: বড় পদে মোটা টাকার বেতনের সরকারি চাকরি! জানুন বিস্তারিত
ডিএম/এম পদের পরবর্তীতে স্বীকৃত প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা (১৩)-এর উপ-ধারা (৩)-এ নির্ধারিত শর্তগুলি পূরণ করতে হবে।
ESIC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
সিলেকশন বোর্ডের সঙ্গে ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার পর প্রার্থীর পারফরমেন্সের ভিত্তিতে তাঁকে নির্বাচন করা হবে।
আরও পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৭৭৬ শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?
ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য যোগ্য প্রার্থীর নাম এবং সম্ভাব্য তারিখ, সময় এবং স্থান মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।