TRENDING:

Online Course|| আইআইটি মাদ্রাজের সহযোগিতায় শুরু হচ্ছে নতুন কেরিয়ার অনলাইন কোর্স, জানুন বিশদে

Last Updated:

IIT Madras Offers Online Course: প্রার্থীদের জন্য অগ্রণী ব্যাঙ্কগুলির সঙ্গে সহযোগিতায় BFSI সেক্টরে ইন্টার্নশিপের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মাদ্রাজ 'প্রিমিয়ার ব্যাঙ্কার' নামে একটি আপস্কিলিং প্রোগ্রাম চালু করতে ইনফ্যাক্ট প্রফেশনাল, ফিনান্স সেক্টরের সার্টিফায়েড ট্রেনারের সঙ্গে অংশীদারিত্বে সামিল হয়েছে। এই অনলাইন কোর্সটি আইআইটি মাদ্রাজের ডিজিটাল স্কিলস অ্যাকাডেমির সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশনের (CCE) মাধ্যমে শিক্ষার্থীরা উপলব্ধ করতে পারবেন।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

অংশগ্রহণকারীরা মডিউলগুলি সফলভাবে শেষ করার পর সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশন এবং আইআইটি মাদ্রাজ থেকে একটি শংসাপত্র পাবেন। আইআইটি মাদ্রাজর তরফে একটি বিজ্ঞপ্তি রিলিজ করে বলা হয়েছে যে সফলভাবে কোর্সটি সম্পন্ন করা প্রার্থীদের জন্য অগ্রণী ব্যাঙ্কগুলির সঙ্গে সহযোগিতায় BFSI সেক্টরে ইন্টার্নশিপের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুন: মিলবে নিশ্চিত সাফল্য, বোর্ডের পরীক্ষার আগে শুধু একটু বদলাতে হবে পড়ার ধরন

advertisement

প্রিমিয়ার ব্যাঙ্কারের অনন্য দিকগুলি তুলে ধরে, প্রফেসর কে মঙ্গল সুন্দর (K Mangala Sunder), ডিজিটাল স্কিল অ্যাকাডেমি, সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশন, আইআইটি মাদ্রাজের প্রধান বলেছেন, “সময়মতো দক্ষতা এবং আপস্কিলিংয়ের কোর্স করা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে কেরিয়ারে ফোকাস করাও গুরুত্বপূর্ণ। বর্তমান বাজার এবং তার প্রয়োজনীয়তা অনুসারে ৫-ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হতে হলে আমাদের অ্যাকাডেমি যে কোর্সটি প্রস্তাব করেছে এর মতো ফিনান্স এবং ব্যাঙ্কিং সেক্টরের প্রশিক্ষণ বা এই জাতীয় প্রোগ্রামগুলি অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ।"

advertisement

আইআইটি মাদ্রাজের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটের প্রাক্তন পরিচালক প্রফেসর এম থেনমোঝি (M Thenmozhi) প্রিন্সিপাল ও প্র্যাক্টিসের ওপর বক্তৃতা দেবেন।

কোর্সের যোগ্যতা কী?

এ ক্ষেত্রে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন।

কোর্সটি ব্যাঙ্কিং এবং ফিনান্স, ডিজিটাল ব্যাঙ্কিং, মিউচুয়াল ফান্ড এবং আরও অনেক কিছু বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করবে। এটি ব্যাঙ্কিং এবং ফিনান্স টুলকিট, অ্যানালিসিসের জন্য ইনটেনসিভ ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে।

advertisement

আরও পড়ুন: সামনেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, পরীক্ষায় ভালো নম্বর পেতে মানতেই হবে 'এই' নিয়ম...

কোর্সটি ৪-৬ মাস ধরে চলবে এবং এতে ২৪০ ঘন্টারও বেশি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে যার মধ্যে শত শত প্রশ্ন এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে যাতে ছাত্রদের ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবাগুলিতে কেরিয়ারের গঠনের জন্য প্রস্তুত করা যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ডিজিটাল স্কিল অ্যাকাডেমি ২০১৮ সাল থেকে NASSCOM IT-ITeS সেক্টর স্কিল কাউন্সিলের বিশেষজ্ঞের নির্দেশনায় ২৫টিরও বেশি কোর্স সহ অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে। DSA-এর সভাপতিত্ব করছেন লক্ষ্মী নারায়ণন (Lakshmi Narayanan) Cognizant Technology Solutions-এর প্রতিষ্ঠাতা CEO এবং আইআইটি মাদ্রাজের প্রাক্তন ডিরেক্টর এবং NPTEL-এর মাধ্যমে ভারতে ডিজিটাল অনলাইন শিক্ষার প্রতিষ্ঠাতা অধ্যাপক এম এস অনন্ত (M. S. Ananth)।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Online Course|| আইআইটি মাদ্রাজের সহযোগিতায় শুরু হচ্ছে নতুন কেরিয়ার অনলাইন কোর্স, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল