আরও পড়ুন: চাষ ছেড়ে দিনমজুর হয়েছিলেন, সোলার ফেন্সিং-এর হাত ধরে ফিরল সুদিন
দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরুর বড় বড় কলেজে হাজার হাজার টাকা খরচ করে শিক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন সেই সুযোগ আপনিও পেতে পারেন বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যন্ত জঙ্গলমহলের বাসিন্দা হয়েও। দেশের বাইরে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে বহু ছাত্রছাত্রীর। এবার ভাবুন যদি সেই পরিকাঠামো আপনার জেলাতেই পাওয়া যায় তাহলে কেমন হবে? ২০২২ সালের ডিসেম্বর মাসেই শুরু হয়ে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যের এই মহাযজ্ঞ।
advertisement
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে \অস্ট্রেলিয়ান স্টাডিস বলে একটি বিষয় চালু করা হয়েছে। এই বিষয়টির মাধ্যমে স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক সাহিত্য চর্চার পরিসর আরও বড় করতে অস্ট্রেলিয়ান সাহিত্য বেছে নিতে পারবেন। ভারতীয় সাহিত্য, আমেরিকান সাহিত্য এবং ব্রিটিশ সাহিত্য ছাড়াও অস্ট্রেলিয়ার রয়েছে বিরাট ইংরেজি সাহিত্যের ইতিহাস। অস্ট্রেলিয়া ছাড়াও দেশ-বিদেশের অধ্যাপকরা অনলাইন এবং অফলাইনে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ান। এতে বাঁকুড়া, পুরুলিয়ার মত প্রত্যন্ত জেলাগুলির শিক্ষার্থীরাও আন্তর্জাতিক আলোকে আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সর্বজিত বিশ্বাস জানান, যে সব ছাত্রছাত্রীরা ইংরেজি নিয়ে মাস্টার ডিগ্রি করবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তারা চতুর্থ সেমিস্টারে অপশনাল হিসেবে অস্ট্রেলিয়ান স্টাডিস নিতে পারেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আইসিএসএমআর-এর তত্ত্বাবধানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একটি দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রুথ মরগ্যান জানান, ভারতীয় ছাত্রছাত্রীরাদের উন্মাদনা এবং শেখার ইচ্ছে দেখে তাঁরা অভিভূত। এছাড়াও তিনি বলেন, অট্রেলিয়াতে বহু ভারতীয় শিক্ষার্থীরা থাকলেও ভারতের মাটিতে তাদের জীবন যাত্রা এবং পঠন পাঠন একটি দৃষ্টান্ত। ইংরেজী অনার্স নিয়ে স্নাতক পাশ করার পর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়ান স্টাডিস পড়ার সুযোগ আপনিও পেতে পারেন। এবার বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে নয়, নিজের জেলা বাঁকুড়াতে বসে আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষার সুযোগ এসে গিয়েছে।
নীলাঞ্জন ব্যানার্জী