আরও পড়ুন- কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি অফলাইনেই বাধ্যতামূলক? UGC যা জানাল...
সরকারের দেওয়া এই তথ্যানুসারে, ২০২০-২০২১ সালে আইআইটিগুলিতে ফাঁকা (Seats Vacant in IIT, NIT) পড়েছিল ৫৪৮৪ টি আসন। এর মধ্যে, স্নাতক বিভাগে অর্থাৎ BTechএ ফাঁকা ছিল ৪৭৬ টি আসন। স্নাতকোত্তর স্তরে ৩২২৯ টি আসন এবং পিএইচডিতে ফাঁকা পড়েছিল ১৭৭৯ টি আসন। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আইআইটিতে ফাঁকা আসনের সংখ্যাটা আগের তুলনায় সামান্য কমে হয় ৫২৯৬। এর মধ্যে বিটেক-এর বিভিন্নি কোর্সে ফাঁকা রয়েছে ৩৬১ টি। ৩০৮৩ টি আসন খালি রয়েছে স্নাতকোত্তর বিভাগে এবং গবেষণায় ফাঁকা পড়ে রয়েছে ১৮৫২ টি আসন।
advertisement
আরও পড়ুন- ভারত পে, শাদি ডটকম, লেন্সকার্ট...জানুন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার উদ্যোগপতিদের পরিচয়
এনআইটি ২০২০-২১ শিক্ষাবর্ষে ফাঁকা (Seats Vacant in IIT, NIT) ছিল ৩৭৪১ টি আসন। ২০২১-২২ শিক্ষাবর্ষে এই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় ৫০১২ টি। এর মধ্যে অধিকাংশ আসনই ফাঁকা রয়েছে স্নাতকোত্তরের বিভিন্ন পাঠ্যক্রমে। ২৪৮৭ টি আসন ফাঁকা ছিল ২০২১-২১ শিক্ষাবর্ষে এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ফাঁকা রয়েছে ৩৪১৩ টি আসন। “IIT, NIT এবং IIIT-র মতো প্রথমসারির ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা প্রসারে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবেই গণ্য করা হয়। যারা ভীষণ যোগ্য এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন কেবলমাত্র সেই পড়ুয়ারাই এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার সুযোগ পান,” বলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।