শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার (Shark Tank India) প্রথম সিজনটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সারা দেশেই। বিষয়েই অভিনবত্বের কারণে বহু মানুষই নিয়মিত দেখছেন এই শো’টি। বিভিন্ন উদ্যোক্তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে, তাদের ব্যবসা বৃদ্ধির সুযোগ দিচ্ছে শার্ক ট্যাঙ্ক। এই শোয়ের সাতজন বিনিয়োগকারীকেই শার্ক নামে ডাকা হয়। তাঁদের পরিচয়ও এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অনেকেই এখন দেশের অন্যতম বড় উদ্যোক্তা এই শার্কদের সম্পর্কে আরও বিশদে জানতে চান। দেখে নিন, কারা এই শার্ক। (ছবি সৌজন্যে- টুইটার)