TRENDING:

Madhyamik Exam 2024: পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে মাধ্যমিক নিয়ে বড় মন্তব্য পর্ষদ সভাপতির

Last Updated:

Madhyamik Exam 2024: মাধ্যমিকের দ্বিতীয় দিনে পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলায় জেলায় পরিদর্শন শুরু পর্ষদের পক্ষ থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: শুরু হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষা। আর পরীক্ষা চলাকালীনদ্বিতীয় দিনেই মাধ্যমিক পরীক্ষা পরিচালনা নিয়ে প্রশাসনকে দরাজ সার্টিফিকেট মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২০২৩ এর তুলনায় ২০২৪ এ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। তার ওপর এবার পরীক্ষার সময়সূচি অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে। যা নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়েছে।
advertisement

আর সব বিতর্কে জল ঢাললেন পর্ষদ সভাপতি। প্রশাসনকে পরীক্ষা চালানো নিয়ে দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গাম জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

পরীক্ষার দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার পরীক্ষা শুরুর পর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাটের তিনটি স্কুলে তিনি পরিদর্শন করেন। পাঁশকুড়ার শতাব্দী প্রাচীন স্কুল ব্রাডলি বার্ট হাইস্কুলের পরীক্ষা কেন্দ্র তিনি ঘুরে দেখেন। মূলত পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা কেমন রয়েছে তা খতিয়ে দেখতেই তিনি পরিদর্শনে বেরিয়েছেন। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ২২১ জন। যার মধ্যে ৩১ হাজার ৮৬৪ জন ছাত্র এবং ৩৪ হাজার ৩৫৭ জন ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জেলা থেকে।

advertisement

২০২৩ এর তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৩৪ জন বেশি। জেলায় মোট পরীক্ষার সেন্টার ১১০ টি। এর মধ্যে মূল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭৩ টি এবং সহকারী পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩৭ টি। এবার পরীক্ষার সময়সূচি এগিয়ে আনায় রাজ্যজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্ক জেলা জুড়েও কম নয়!

View More

আরও পড়ুন, লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন, ঘোষণা করলেন নরেন্দ্র মোদি

advertisement

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন পাঁশকুড়ায় জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের ব্যবস্থা এত সুন্দর নিপুণভাবে চলছে তা তারিফযোগ্য। ট্রাফিক বিভাগ থেকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করছে পুলিশ প্রশাসন। স্থানীয় সমস্যাগুলো প্রশাসনের তৎপরতায় দ্রুতই মিটে যাচ্ছে ফলে পরীক্ষা চলছে সুষ্ঠুভাবেই।”

advertisement

পর্ষদ সভাপতি পরীক্ষা কেন্দ্র থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষায় পরিচালনার জন্য পুলিশ থেকে প্রশাসন সবাই তৎপর। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক রাস্তায় পরীক্ষা শুরু ও শেষের সময় ট্রাফিক নিয়ন্ত্রণে আরও বেশি করে নজরদারি চালানো হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/শিক্ষা/শিক্ষা/
Madhyamik Exam 2024: পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে মাধ্যমিক নিয়ে বড় মন্তব্য পর্ষদ সভাপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল