LK Advani Bharat Ratna: লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন, ঘোষণা করলেন নরেন্দ্র মোদি

Last Updated:

LK Advani Bharat Ratna: মোদী শিবিরের সাথে বিজেপির এই বর্ষীয়ান নেতাদের দূরত্ব নিয়ে নানা চর্চা চলে। সেই দিক থেকে এই সম্মান ঘোষণার পরেও জোর আলোচনা শুরু হয়েছে৷

আডবাণীকে ভারতরত্ন সম্মান Photo- File
আডবাণীকে ভারতরত্ন সম্মান Photo- File
:  বিজেপির প্রবীণ নেতা এল কে আডবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। এটা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। শনিবার এই ঘোষণা করলেন মোদি।
এটি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। লালকৃষ্ণ আডবাণীকে দেওয়া হচ্ছে এই বিশেষ সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই আজ এটি ঘোষণা করেন। পাশাপাশি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট (ট্যুইটার) এই ঘোষণা করেছেন৷
advertisement
advertisement
মোদী শিবিরের সাথে বিজেপির এই বর্ষীয়ান নেতাদের দূরত্ব নিয়ে নানা চর্চা চলে। সেই দিক থেকে এই সম্মান ঘোষণার পরেও জোর আলোচনা শুরু হয়েছে৷
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
LK Advani Bharat Ratna: লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন, ঘোষণা করলেন নরেন্দ্র মোদি
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement