# ভূগোল খুব স্কোরিং বিষয়। তবে যদি ঠিকমতো পড়াশোনা না করা হয় নম্বর কম হতে পারে। সেজন্য ভূগোলে ভাল রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হল পুরো পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়া। কারণ মোট ৩৬ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পুরো বইটি পড়া প্রয়োজন।
আরও পড়ুন : একেই বলে রিস্টার্ট! ষষ্ঠ প্রচেষ্টায় UPSC পরীক্ষায় দেশে সপ্তম জঙ্গলমহলের পার্থ
advertisement
# হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে। কারণ পরীক্ষার খাতাই ছাত্রছাত্রীদের মুখের আয়না।
# প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে। কোন আংশিক পরিবর্তন হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে।প্রশ্নপত্র দেখে মনে মনে পুরো পরীক্ষার পরিকল্পনা করতে হবে।
ভূগোলে ভাল নম্বর পাওয়ার সহজ কিছু উপায়:
১) পুরো বইটা একবার রিভিশন দিতে হবে।
২) হাতের লেখা খুব ভালো না হলেও বোধগম্য হতে হবে
৩) পরীক্ষার খাতার দুদিকে মার্জিন টানতে হবে।
৪) ভূগোলে ছবির জন্য পেন্সিল ব্যবহার করতে হবে।