এই অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নতুন আলোর দিশা দেখাতে এগিয়ে এসেছেন উত্তর রঘুনাথপুর প্রাইমারি স্কুল। তারা নিজ উদ্যোগে গড়ে তুলেছে ডিজিটাল ক্লাসরুম। ব্ল্যাকবোর্ডের বদলে প্রাথমিক স্কুলের ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ছাত্রছাত্রীদের এলইডি স্ক্রিনের মাধ্যমে পড়াশোনা করানো হচ্ছে। গোটা উদ্যোগটাই উত্তর রঘুনাথপুর প্রাথমিক স্কুলের শিক্ষকদের। বেসরকারি স্কুলকে পাল্লা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
advertisement
আরও পড়ুন: মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে ধৃত এক
রাজ্যের প্রত্যন্ত এলাকা সুন্দরবনের এই স্কুলটি এইভাবে এগিয়ে যাওয়ায় খুশি জয়নগর উত্তর চকের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন। বলেন, "নয়া প্রযুক্তিগত ব্যবস্থা বাচ্ছাদের পড়াশোনার জন্য ব্যবহার করাটা খুব ভাল বিষয়। আমি আশা করি এই বিদ্যালয়ের উদ্যোগ অন্যান্য স্কুলও অনুসরণ করবে। তাতে ছাত্রছাত্রীদের ভাল হবে।
সুমন সাহা