জানা গিয়েছে, এখানে মূলত দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এবং ডেভেলপমেন্ট ম্যানেজার। উভয় পদে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই যেকোনও বিষয়ে স্নাতক পাশ হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর। অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, নির্বাচিত প্রার্থীদের সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা, আর সাক্ষাৎকারের ভিত্তিতে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের কর্মজীবনের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি হবে।
advertisement
আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে এসে গেল মেগা আপডেট! বড় বৈঠকে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন
তবে পূর্ব মেদিনীপুরের এই কর্মমেলায় অংশ নিতে গেলে কিছু শর্ত মানতে হবে। প্রার্থীদের অবশ্যই আগে থেকেই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করে আসতে হবে। সাক্ষাৎকারের দিন প্রার্থীদের সঙ্গে নিয়ে আসতে হবে পূর্ণাঙ্গ জীবনপঞ্জি (বায়োডাটা), সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি, আধার কার্ড, প্যান কার্ড এবং দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কর্মমেলায় নিয়োগ সম্পূর্ণরূপে সাক্ষাৎকারের ভিত্তিতেই করা হবে। প্রার্থীদের সকাল ১০টার মধ্যে এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে উপস্থিত হতে হবে। জেলা কর্মসংস্থান বিনিময় দফতরের অফিসার-ইন-চার্জ মোঃ হাসিম জানিয়েছেন, জেলার বেকার যুবক-যুবতীদের কর্মজীবনের পথে এগিয়ে দিতে এবং তাদের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি করতেই এই ধরনের নিয়মিত জব ড্রাইভ বা কর্মমেলার আয়োজন করা হয়।