তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে এসে গেল মেগা আপডেট! বড় বৈঠকে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
সিউড়িতে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, পুজোর মরশুমে যাতে মানুষজন বাধাহীনভাবে চলাচল করতে পারেন, সেটা চেষ্টা করা হচ্ছে।
বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আর এই পুজোর আগেই তিলপাড়ার ব্যারেজের রাস্তা দিয়ে অন্ততপক্ষে যাত্রীবাহী বাস চলাচলের ছাড়াপত্র দেওয়া হবে। সিউড়িতে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, "পুজোর মরশুমে যাতে মানুষজন বাধাহীনভাবে চলাচল করতে পারেন, সেটা চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের রাস্তা যাতে স্বাভাবিক করা যায় তার চেষ্টা করা হচ্ছে।"ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
কিন্তু ভারী যান চলাচল কবে থেকে হবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না বর্তমানে জেলা প্রশাসন। পণ্যবাহী খালি ট্রাকগুলি তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যাতায়াত করতে পারছে না। তাদের সিউড়ির এসপি মোড় থেকে ঝাড়খণ্ডের রানিশ্বর মোড় হয়ে ১২ কিলোমিটার ঘুরে ফের মহম্মদবাজারে যেতে হচ্ছে। ওই পথে যাওয়ায় খালি গাড়িগুলিকে মোটা টাকার জরিমানা করা হচ্ছে। সেই বিষয় নিয়ে রাজ্য ট্রাক ফেডারেশন রাজ্যের মুখ্য সচিবকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এর পাশাপাশি বীরভূম জেলা প্রশাসন ঝাড়খণ্ডের ডিসির সঙ্গে এই বিপর্যয়কালীন সময়ে মানবিক দিক থেকে বিবেচনার অনুরোধ করেছে। যদিও জানা গিয়েছে, জরিমানার জেরে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ডের রানিশ্বরের পথে আর ট্রাক চলাচল করছে না। একই সঙ্গে জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করছে, তিলপাড়ায় বিকল্প পথ তৈরির জন্য সেচ মন্ত্রী মানস ভুঁইয়া তাদের মৌখিক অনুমতি দিয়েছেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
প্রসঙ্গত চলতি মাসের প্রথম দিকে তিলপাড়া ব্রিজে ফাটল দেখা দেয়। এই কারণে সব রকম যান চলাচল বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। গত সপ্তাহে পরিস্থিতি খতিয়ে দেখে ও দিনরাত তিলপাড়া ব্যারেজ মেরামতির কাজের অগ্রগতি দেখে চারচাকা ও টোটো চলাচলের ছাড়পত্র দেয় জেলা প্রশাসন। সে নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা বাস মালিক সংগঠন। তারা জেলাশাসককে এ নিয়ে স্মারকলিপি দেয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
জেলা প্রশাসন জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতির পরিবর্তে কেবলমাত্র তিলপাড়া ব্যারেজের উপর দু'পাড়ে দাঁড়িয়ে থাকা বাসস্ট্যান্ডে বাসে কাছে টোটো চলাচলের ছাড়পত্র দেয়। এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, "সেচ দফতর ও জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ব্রিজের উপর দিয়ে স্বাভাবিক বাস চলাচল করবে।" আর তাতেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষজন।ছবি ও তথ্য: সৌভিক রায়