আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ৩ মার্চ, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:
advertisement
স্নাতক অ্যাপ্রেন্টিস ব্যাচেলর অফ টেকনোলজি (বি.টেক)/ফুড প্রসেসিং/ব্যাচেলর অফ সায়েন্স (বি.এসসি) ফুড সায়েন্সে ৪টি পদ।
বায়োটেকনোলজি/বায়োইনফরমেটিক্স/বায়োইঞ্জিনিয়ারিং/বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অ্যাপ্রেন্টিস বি.টেক ২টি পদ।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/পলিমার ইঞ্জিনিয়ারিং/প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং/পলিমার সায়েন্সে স্নাতক অ্যাপ্রেন্টিস B.Tech/ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (B.E) ২টি পদ।
আরও পড়ুন: প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে SAIL, এই সুযোগ হাতছাড়া করবেন না
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩টি পদ।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ফুড অ্যান্ড নিউট্রিশন/হোটেল ম্যানেজমেন্ট/কেটারিং টেকনোলজিতে ৩টি পদ।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস কম্পিউটার অ্যাপ্লিকেশন/ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তিতে ডিপ্লোমা ২টি পদ।
আরও পড়ুন: পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আওতায় ৯৩৬ পদে নিয়োগ, জানুন খুঁটিনাটি
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১টি পদ।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি (Defence Food Research Laboratory) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ১৭ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | ডিগ্রি/ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু | চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বায়োটেকনোলজি/বায়োইনফরমেটিক্স/বায়োইঞ্জিনিয়ারিং/বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক-সহ অন্যান্য |
বেতনক্রম | গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রতি মাসে ৯০০০ টাকার উপবৃত্তি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস মাসিক ৮০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১০.০৩.২০২২ |
বেতনক্রম:
'গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস' পদের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৯০০০ টাকার উপবৃত্তি পাবেন, যেখানে 'ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস'-এর জন্য নির্বাচিত প্রার্থীরা ৮০০০ টাকার মাসিক উপবৃত্তি পাবেন।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ডিগ্রি/ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইমেল/অফার লেটারের মাধ্যমে অবহিত করা হবে।
২০২০ বা তার আগে পাস করা প্রার্থীরা শুধুমাত্র আবেদনের যোগ্য নন। শুধুমাত্র ২০২১ সালে স্নাতক করা নতুন প্রার্থীরা যোগ্য।
এক বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরা যোগ্য নন।