DTC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৮ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বড় পর্দায় বাবা-মেয়ের গল্প, 'আয় খুকু আয়' নিয়ে এলেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া
সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি https://dtcdriver-rp.com/ ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: পরিচিতের ডাকে বাড়ি থেকে বেরোতেই কোপ, গলসিতে ভয়ঙ্কর কাণ্ড!
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (Delhi Transport Corporation) |
পদের নাম: | ড্রাইভার |
শূন্যপদের সংখ্যা: | নির্দিষ্ট কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | নয়াদিল্লি |
কাজের ধরন: | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শারীরিক উচ্চতা | ১৫৩ সেমি., বয়সসীমা ৫০ বছর |
বেতনক্রম: | মাসিক ১২০০০ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ০৮.০৪.২০২২
DTC Recruitment 2022: বিশেষ ঘোষণা
নির্বাচিত মহিলা প্রার্থীদের ২ মাসের ড্রাইভিং ট্রেনিং এবং তারপরে তাঁদের রাস্তায় চালানোর অনুমতি দেওয়ার আগে DTC থেকে স্কিল টেস্টের শংসাপত্র দেওয়া হবে।
DTC Recruitment 2022: আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য মহিলা প্রার্থীরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড ব্যবহার করে DTC ওয়েবসাইট অর্থাৎ dtc.nic.in-এ অনলাইনে আবেদন করতে পারেন।
DTC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে-
১. 'Apply online for the post of DTC Contractual Driver only for Ladies' লেখা লিঙ্কটিতে ক্লিক করে তারপরে 'APPLY FOR CONTRACTUAL DRIVER POST' লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
২. নতুন আবেদনকারীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
৩. এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন।
DTC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
শারীরিক উচ্চতা ১৫৩ সেমি.
বয়সসীমা ৫০ বছর
DTC Recruitment 2022: বেতন
প্রার্থীদের মাসিক ১২০০০ টাকা দেওয়া হবে।