D.El.Ed কোর্সে ভর্তির ক্ষেত্রে উঠেছে নতুন দুর্নীতির অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির এজলাসে দায়ের হয় জনস্বার্থ মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে করা হয় এই মামলা। গত ২৮-১২-২২ এর বিজ্ঞপ্তির একাংশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়।
advertisement
২০২১- ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৮-১২-২২ বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ০২-০১-২৩ থেকে ০৬-০১-২৩ পর্যন্ত ফর্ম পূরন করা যাবে। এবং ৩০০০/- টাকা ফি লাগবে। - এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি।
advertisement
সাধারণ ভাবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা লাগে ফর্ম পূরনের জন্য। এই কোর্স সম্পূর্ণ করার জন্য প্রতি বছর ২০০ টি কর্মদিবস লাগে। - আদালতে জানাল NCTE. হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেন সুকান্ত গুড়িয়া।
Location :
First Published :
January 03, 2023 2:35 PM IST