Wedding Album: সাত পাক মিটতেই ঠোঁটে ঠোঁট...! রাজবাড়িতে 'রাজকীয়' বিয়ে! দুই অভিনেত্রীর সোনালি সাজে চোখ জুড়োলো নেটিজেনদের
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Wedding Album: হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। যে সজ্জায় চোখ টেনেছে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাতেই যেন লাল টুকটুকে কনেকে আরও লাল লাগছিল বিয়ের দিনে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই বিয়ের ছবি শেয়ার করেন বোন ঋতাভরী। এ যেন ঠিক ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি। এই বার্তাই তো ছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটিতে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী।
advertisement
দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে ঋতাভরী শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও। নিজের সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে। নিজেদের জীবনে। আমার দিদির বিয়ে। ২০২২ সালের সবচেয়ে প্রিয় মুহূর্ত।' ছবিতে দেখা যাচ্ছে, সম্বিতকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন চিত্রাঙ্গদা আর দিদির কাঁধে হাত রেখে বসে রয়েছেন ঋতাভরী, তাঁর মুখে যেন তৃপ্তির হাসি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী।