যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে জেনে নেন কেমন চলছে সেখানে? বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাকাডেমিক এক্সিলেন্সে নিয়ে যেতে হবে, ভার্চুয়ালি বৈঠকে উপাচার্যদের পরামর্শ দেন রাজ্যপাল। এরই সঙ্গে উপাচার্যদের রাজ্যপাল বলেন, ‘যে কোনও অভিযোগ এলেই তার নিষ্পত্তি দ্রুত করতে হবে। চলতি সপ্তাহে আপনাদের সঙ্গে আরও একবার আলোচনা করব। যে কোনও সমস্যা হলে আপনারা রাজভবনের সঙ্গে যোগাযোগ করবেন। রাজভবন সব সময় আপনাদের সঙ্গে রয়েছে।’
advertisement
আরও পড়ুন: ‘ডিজাইনে গলদ’, তাহলে কি ভাঙা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফিরহাদ
শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবারই বিদেশ সফরে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘আমি কয়েকদিনের জন্য বিদেশে যাচ্ছি। ইউএন সিকিউরিটি জেনারেলের আমন্ত্রণে যাচ্ছি। সেখানে বৈঠক হবে আমার। কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে যাব আমি। মউ করা হবে। আমি ২ বা ৩ তারিখেই ফিরে আসব।’
আরও পড়ুন: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন
এদিনের ভার্চুয়াল বৈঠকে ফের একবার শিক্ষাঙ্গনে র্যাগিং নিয়ে সচেতন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসন। তিনি বলেন, ‘র্যাগিং আটকাতে আপনাদের জিরো টলারেন্স নীতি নিতে হবে। র্যাগিং আটকানোর জন্য সব কমিটি গুলোকে আপনারা পুনর্গঠন করুন। র্যাগিংয়ের অভিযোগ এলে আপনাদের গুরত্ব দিয়ে দেখতে হবে। ক্যাম্পাসে র্যাগিং কখনও কাম্য নয়।’
সোমরাজ বন্দ্যোপাধ্যায়