Chingrighata Flyover: 'ডিজাইনে গলদ', তাহলে কি ভাঙা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফিরহাদ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Chingrighata Flyover: চিংড়িঘাটা উড়ালপুল নিয়ে এই সমস্ত জল্পনার অবসান ঘটালেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
কলকাতা: দক্ষিণ কলকাতা ও ই এম বাইপাসকে সল্টলেক-নিউটাউন-রাজারহাটের সঙ্গে যুক্ত রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ চিংড়িঘাটা উড়ালপুল। বাম আমলে তৈরি এই উড়ালপুলে প্রতিদিন বহু গাড়ি যাতায়াত করে। তবে চলতি বছর জুলাই মাসে প্রশাসনিক স্তর থেকে জানা গিয়েছিল, চিংড়িঘাটা মোড়ের উড়ালপুলের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে। তাহলে কি এই উড়ালপুল পুরোপুরি ভেঙে ফেলা হবে? নতুন ফ্লাইওভার হবে নাকি এটাই মেরামতি হবে?
চিংড়িঘাটা উড়ালপুল নিয়ে এই সমস্ত জল্পনার অবসান ঘটালেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভায় এক প্রশ্নের জবাবে তিনি সবটাই পরিষ্কার জানান। চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে দেওয়ার বিষয় খারিজ করে দিয়ে জানান, ‘এখন পর্যন্ত উড়ালপুল ভেঙে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে চিংড়িঘাটা উড়ালপুলের ডিজাইনে গলদ ছিল। বামফ্রন্ট আমলে ব্রিজ তৈরি হয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতামত যে, এখন চিংড়িঘাটা উড়ালপুল যানবাহন চলাচলের উপযুক্ত আছে।’
advertisement
আরও পড়ুন: আধার বায়োমেট্রিক প্রতারণা জারি, AEPS জালিয়াতি ঠেকাতে কী করবেন? কোনটা না, জানাল কলকাতা পুলিশ
গত জুলাইয়ের বৈঠকের পর জানা গিয়েছিল, উড়ালপুলের স্বাস্থ্য পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সেই বিষয়ে তড়িঘড়ি বৈঠকে বসতে বাধ্য হয় রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের। বিধাননগরে কেএমডিএ-র অফিসে চিংড়িঘাটা উড়ালপুলের বর্তমান অবস্থা নিয়ে বৈঠক হয়। কেএমডিএ-র সিইও ছাড়াও কেএমডিএর রাস্তা ও সেতু বিভাগের ইঞ্জিনিয়াররা এবং পরামর্শদাতা সংস্থার শীর্ষকর্তারা হাজির ছিলেন। তার পরেই সিদ্ধান্ত হয়, আপাতত কিছু দিন বিকল্প ব্যবস্থায় যান চলাচল করবে চিংড়িঘাটা উড়ালপুলে।
advertisement
advertisement
বিধানসভায় বাদল অধিবেশনে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। সেই বৈঠকে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ-সহ আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস, পুর ও নগরোন্নয়ন সচিব খলিল আহমেদ, কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র সিইও বিজয় ভারতী-সহ প্রশাসনের শীর্ষকর্তারা। কেএমডিএ-র এক আধিকারিক দাবি করেছিলেন, উড়ালপুল নির্মাণের সময়েই বড় ধরনের ত্রুটি থেকে গিয়েছে। তাই এত অল্প সময়ের মধ্যেই উড়ালপুলটি বিপজ্জনক হয়ে পড়েছে। উড়ালপুলের ১৯ ও ২০ নম্বর পিলার দুর্বল হয়ে পড়েছে বলে খবর। তাই এখনই যান চলাচল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। তার পর থেকেই মেরামতের কাজ শুরু করেছিল প্রশাসন। আর শনিবার কলকাতার মেয়র জানিয়ে দিলেন, চিংড়িঘাটা উড়ালপুল কোনও ভাবেই ভাঙা হচ্ছে না।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 7:57 PM IST