সূত্রের খবর, টিকাদানে গতি আনতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা আরও দ্রুত দেওয়ার জন্য টিকাকরণ কেন্দ্র আরও বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কলকাতায় ১৬ থেকে বাড়িয়ে স্কুলের সংখ্যা করা হচ্ছে ৩৪। প্রথমে ঠিক ছিল ১৬টি বরোর ১৬টি স্কুলে টিকা দেওয়া হবে। আজ সিদ্ধান্ত হয়, কলকাতায় ৩৪টি স্কুলে দেওয়া হবে। শুধু কলকাতা নয়, জেলাতেও আজ টিকাকরণের রক্রিয়া শুরুই হয়ে গিয়েছে। রাজ্যের ৪৯০টি স্কুল থেকে প্রথমদিন টিকা দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: আজ থেকে বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল, লক্ষ লক্ষ পড়ুয়ার স্বার্থে বড় নির্দেশ শিক্ষা দফতরের
উল্লেখ্য, বড়দিনে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের কথা ঘোষণা করেন। ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়ার কথা ঘোষণা ক্রেছিলেন তিনি। সেই মতোই আজ থেকে শুরু হয়েছে টিকাকরণ। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া। কো-উইন অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাচ্ছে।
আরও পড়ুন: ফের বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়, কীভাবে হবে ক্লাস? উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকা জারি...
এ দিকে, সোমবার থেকেই রাজ্যে স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কীভাবে ক্লাস হবে, তার জন্য সোমবারি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। মোট পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার থেকে স্কুল বন্ধ করা নির্দেশিকা জারি করা হলেও অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকাতে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বাড়ি যেতে শিক্ষক-শিক্ষিকারা যায় তাদের পঠন-পাঠন সংক্রান্ত পরিস্থিতি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সেই বিষয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। যদিও তা বাধ্যতামূলক না করার বদলে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ হিসেবেই তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দফতর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়