TRENDING:

Madhyamik 2022 Merit List: মেধা তালিকায় একই স্কুলের ৬ পড়ুয়া, আনন্দে শোভাযাত্রা বেরোল দিনহাটায়

Last Updated:

এ ছাড়াও এই স্কুলের রনি বর্মন ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে৷ ৬৮৪ নম্বর পেয়ে স্কুলের ছাত্রী সায়ন্তিকা বর্মন মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান পেয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্রবীর কুণ্ডু, কোচবিহার: মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিয়েছে ১১৪ জন৷ তার মধ্যে একই স্কুল থেকে জায়গা করে নিল ৬ জন৷ এমনই নজির গড়ল কোচবিহারের দিনহাটার ঐতিহ্যবাহী এমএসএস উচ্চ বিদ্যালয়৷
advertisement

এই খবর ছড়িয়ে পড়তেই দিনহাটা শহরজুড়ে খুশির হাওয়া৷ স্কুলের সাফল্য উদযাপনে মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেওয়া ছয় ছাত্রছাত্রীকে নিয়ে শোভাযাত্রা বের করা হল দিনহাটা শহরে৷

আরও পড়ুন: বন্ধুরা মজা করে বলত শিক্ষামন্ত্রী, মাধ্যমিকে অষ্টম বাঁকুড়ার ব্রাত্য বসু

স্কুল সূত্রে খবর, ঐতিহ্যবাহী এমএসএস উচ্চ বিদ্যালয় স্কুলের দুই ছাত্র দেবদত্ত কুণ্ডু এবং ধ্রবজ্যোতি সাহা ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে৷ ৬৮৭ নম্বর পেয়ে অনন্যা দেব এবং সৃজিতা মজুমদার সপ্তম স্থান অধিকার করেছে৷

advertisement

এ ছাড়াও এই স্কুলের রনি বর্মন ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে৷ ৬৮৪ নম্বর পেয়ে স্কুলের ছাত্রী সায়ন্তিকা বর্মন মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান পেয়েছে৷

আরও পড়ুন: ১০ জুন প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল, দেখা যাবে নিউজ ১৮ বাংলায়

এ দিন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে মেতে ওঠে স্কুলের বাকি পড়ুয়া এবং শিক্ষক- শিক্ষিকারা৷ মেধায় তালিকায় জায়গা করে নেওয়া ছয় ছাত্রছাত্রী ছিল শোভাযাত্রার একেবারে সামনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

স্কুলের প্রধান শিক্ষক আক্কাজ আলি জানান, 'বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবারের মাধ্যমিকে বেশ ভাল ফলাফল করেছে। বিগত বছরেও স্কুলের পড়ুয়ারা মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে৷'

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022 Merit List: মেধা তালিকায় একই স্কুলের ৬ পড়ুয়া, আনন্দে শোভাযাত্রা বেরোল দিনহাটায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল