TRENDING:

কোনও ফি ছাড়াই পরীক্ষা,"সেট" নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের

Last Updated:

মূলত বিজ্ঞান বিষয়গুলি বাদে বাকি প্রত্যেকটি বিষয়ে প্রশ্নপত্র যাতে বাংলায় করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কলেজ সার্ভিস কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবারের কলেজ সার্ভিস কমিশন মাধ্যমে সেট পরীক্ষা কোনো ফি ছাড়াই দেওয়ার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। এমনটাই নির্দেশিকা জারি করল কলেজ সার্ভিস কমিশন। তবে তা সব পরীক্ষার্থীদের জন্য নয়,২৩ তম সেট পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা এবারের সেট পরীক্ষা বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়াই দেওয়ার সুযোগ পাবেন। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করল কলেজ সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে ২৬ এ সেপ্টেম্বর এর মধ্যে তাদের যাবতীয় তথ্য কমিশনের তরফে দেওয়া ই মেইলে পাঠাতে হবে।
College Service Comission will not take any fees for set
College Service Comission will not take any fees for set
advertisement

যদিও ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন যারা আবেদন করবেন নির্দিষ্ট তথ্যসহ তাদের টাকা রিফান্ড অর্থাৎ ফেরত দিয়ে দেওয়া হবে। মূলত কলেজ সার্ভিস কমিশনের তরফে আগেই তা ঘোষণা করা হয়েছিল। এদিন তার নির্দেশিকা জারি করা হল।অন্যদিকে গত কয়েক বছরের পরিসংখ্যানকে ফেলে ইতিমধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার সংখ্যা চলতি বারের সেট পরীক্ষার জন্য ৮০ হাজার পেরিয়ে গেছে। রবিবার রাত পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। কমিশনের আধিকারিকরা মনে করছেন সব মিলিয়ে আবেদন পত্র জমা দেওয়ার সংখ্যা ৮৫ হাজার পেরিয়ে যেতে পারে। যাকে কার্যত নজিরবিহীন বলেই দাবি করছেন কলেজ সার্ভিস কমিশনের আধিকারিকরা। প্রায় এক মাস ধরেই অনলাইনে মারফত ছাত্রছাত্রীরা এই সেট পরীক্ষার জন্য আবেদন করতে পারছেন। তবে কিছুসংখ্যক ছাত্রছাত্রীদের আবেদন পত্র পূরণ করতে গিয়ে জটিলতা তৈরি হওয়ায় এই আবেদন পত্র বাড়ানোর সময়সীমা দিয়েছিল কলেজ সার্ভিস কমিশন।

advertisement

আরও পড়ুন -  Viral Video: ধোলাই আর কাকে বলে! মদের নেশায় চুর যুবককে জুতো খুলে বেদম মার তরুণীর, ভাইরাল ভিডিও

এবারের সেট পরীক্ষা হবে আগামী বছরের ৮ই জানুয়ারি। কমিশন সূত্রে খবর মোট ৩৩ টি বিষয়ে এ বছর পরীক্ষা নেওয়া হবে। মোট দুটি পত্রে পরীক্ষা হবে। একটি পত্র থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হবে এই প্রথম পত্রের পরীক্ষা। দ্বিতীয় পত্র শুরু হবে বেলা ১২ টা থেকে। সেই পত্রের পূর্ণমান থাকবে ২০০ নম্বর। মোট সময় পাওয়া যাবে দু'ঘণ্টা। দুটি পরীক্ষার পত্রই থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে ২ নম্বর করে। এবছর একাধিক প্রশ্নপত্র বাংলাতে করার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশন।

advertisement

আরও পড়ুন -  Budhaditya Rajyog -ফোয়ারার মত আসবে টাকা,ধন! বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে হবে তোলপাড়

মূলত বিজ্ঞান বিষয়গুলি বাদে বাকি প্রত্যেকটি বিষয়ে প্রশ্নপত্র যাতে বাংলায় করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। মূলত ১৫ থেকে ২০টি বিষয়ে বিষয়ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে করবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। মূলত সেট পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে আরও সহজ করে তোলার জন্যই এই উদ্যোগ বলে আগেই দাবি করেছিলেন কমিশনের আধিকারিকরা। সে ক্ষেত্রে মনে করা হচ্ছে সেট পরীক্ষা বিষয় বেড়ে যাওয়া এবং বাংলায় প্রশ্নপত্র হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে এই পরীক্ষা দেওয়ার চাহিদা আরও বাড়ছে। যদিও পরীক্ষার দিনও একাধিক পদক্ষেপ নিতে চলেছে কমিশন নির্বিঘ্নে করার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

SOMRAJ BANDOPADHYAY

বাংলা খবর/ খবর/শিক্ষা/
কোনও ফি ছাড়াই পরীক্ষা,"সেট" নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল