Budhaditya Rajyog -ফোয়ারার মত আসবে টাকা,ধন! বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে হবে তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গ্রহের গোচরে হয় অনেক বদল, এবার জেনে নিন এই যোগে কীরকমভাবে প্রভাবিত হবে ৩ রাশির জাতক-জাতিকারা৷
#কলকাতা:বুধাদিত্য রাজযোগ- বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যখন কোনও গ্রহের গোচর হয় তাহলে যুতি তৈরি হয়৷ এর প্রভাব মানুষের জীবনে পড়ে৷ এর প্রভাবে বিভিন্ন মানুষের জীবনের জন্মপত্রিকায় ভাল পরিস্থিতি তৈরি হয় এবং কিছু কিছু মানুষের জীবনে একেবারে খারাপ পরিস্থিতি তৈরি হয়৷ বুধ গ্রহ এবং সূর্যের যুতির কারণে কন্যা রাশিতে বুধাদিত্য রাজ যোগ তৈরি হয়েছে৷ এর প্রভাবে বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে প্রবল প্রভাব পড়তে চলেছে৷ কিন্তু ৩ রাশির জাতক-জাতিকার এই যোগে মালামাল হওয়ার সম্ভবনা উজ্জ্বল পাশাপাশি কেরিয়ারেও সাফল্য পাবে৷
advertisement
advertisement
ধনু রাশির জাতক -জাতিকারা নতুন চাকরির অফার পেতে পারেন৷ আবার পুরনো চাকরিতে উন্নতির পথ খুলে যেতে পারে৷ ইনক্রিমেন্ট পেতে পারেন৷ এছাড়া ব্যবসা করেন যাঁরা তাঁদের অনেক ধনলাভের ভাগ্য উজ্জ্বল৷ ব্যবসায়িক ক্ষেত্রে বড় বিস্তার হতে পারে৷ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন৷ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্য পাওয়ার সম্ভবনা উজ্জ্বল৷
advertisement
advertisement
advertisement
advertisement
সিংহ রাশির জাতক- জাতিকাদের হঠাৎ করেই বড় ধনলাভের পরিস্থিতি তৈরি হয়েছে৷ কাউকে ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারেন৷ এছাড়া স্টক মার্কেট এবং লটারিতে টাকা বিনিয়োগ করেন যাঁরা তাঁরা প্রচুর ধনলাভ করতে পারেন৷ শিক্ষা, মার্কেটিং এবং সঙ্গীতের সঙ্গে যুক্ত এই সময় দারুণ৷ এই সময়ে কেরিয়ারের অনেকটা উন্নতি হতে পারে এক ধাক্কায়৷ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যে এই সময়ে সাফল্য পাবেন৷