দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে ২০২০ সালে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সূচনা করেন। এবার, সেই জাতীয় শিক্ষা নীতির অনেক নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে CISCE। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভানা এবং সমস্যা সমাধানের দক্ষতা আরও দৃঢ় করতেই এই ভাবনা।
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
advertisement
আরও পড়ুনঃ এই শিক্ষাবর্ষেই আমূল বদলে যাবে প্রশ্নের ধরন! CBSE পড়ুয়াদের জন্য বিরাট খবর
জাতীয় শিক্ষা নীতি আরও বেশি করে কার্যকর করতে নতুন পাঠ্যক্রমে প্রকল্প-ভিত্তিক শিক্ষার (project-based learning) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠ্যসূচিতে কৃত্রিম মেধা (AI), ডেটা সায়েন্স এবং রোবোটিক্সের মতো নতুন বিষয়গুলিও অন্তভুক্ত করা হয়েছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য, ICSE একটি সংশোধিত পাঠ্যক্রম প্রকাশ করেছে। সেটিতে পাঠ্যক্রমের প্রায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। কোভিড-১৯-এর কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থা যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা বিবেচনা করে এই হ্রাস করা হয়েছে।
CISCE-ইর করা সংস্কারের বিবরণঃ
শিক্ষার্থীরা এবং অভিবাবকরা CISCE এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং ২০২৩, ২০২৪, এবং ২০২৫ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যক্রমে দেখতে পারবে।
বার্ষিক পরীক্ষা: CISCE বার্ষিক বোর্ড পরীক্ষা আবার চালু করছে। শিক্ষাবর্ষের শেষে দশম এবং দ্বাদশ শ্রেণির জন্য অনুষ্ঠিত হবে বার্ষিক বোর্ড পরীক্ষা। এবার থেকে একটা শিক্ষাবর্ষে দুবার পরীক্ষা আর হবে না, যা করোনার পরর্বতীকালে শুরু হয়েছিল।
পাঠ্যসূচিতে হ্রাস: CISCE ৯ থেকে ১২ শ্রেণি পর্যন্ত সমস্ত মূল বিষয়ের পাঠ্যক্রম থেক ২৫ শতাংশ কমিয়েছে। দশম শ্রেণি-এর পাঠ্যক্রমেও সংস্কার করা হয়েছো। নবম শ্রেণিতে পড়া বিষয়গুলির একাংশ দশম শ্রেণি-এর পাঠ্যক্রমে অন্তভুক্ত করা হয়েছে।
MCQ বিভাগ যোগ করা হয়েছে: MCQ-এর জন্য একটি বিভাগ যোগ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের অনুশীলনী প্রশ্নে MCQ এর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ ক্লাস টু পর্যন্ত উঠে যাবে লিখিত পরীক্ষা! কেন্দ্রের পাঠক্রম কমিটির সুপারিশে হইচই
প্রশ্নের ধরন: এবার থেকে প্রশ্ন হবে MCQs, খুব সংক্ষিপ্ত উত্তর, সংক্ষিপ্ত উত্তর এবং অনুশীলনী প্রশ্নে অঙ্কের পরিমাণ বেশি থাকবে, প্রধানত পদার্থবিদ্যা এবং রসায়নের জন্য।
যে বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে: ICSE নবম এবং দশম শ্রেণিতে শিক্ষার্থীদের উপর বোঝা কমাতে বেশ কয়েকটি বিষয় থেকে বিভিন্ন টপিক বাদ দেওয়া হয়েছে।
সংশোধিত পরীক্ষার প্যাটার্ন: পরীক্ষার প্যাটার্নও CISCE কিছু বদল এনেছে। শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস বিভাগের অধীনে সংশোধিত প্যাটার্নটি দেখতে পারবে।