CV Ananda Bose-Bratya Basu: রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নয়া মোড় ! রাজ্যপালকে চিঠি প্রত্যাহার করার অনুরোধ শিক্ষামন্ত্রীর, কিন্তু কেন?

Last Updated:

সম্প্রতি উপাচার্যদের একটি চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তা নিয়েই রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নয়া সমীকরণ শুরু হয়েছে।

রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নয়া মোড় ! চিঠি প্রত্যাহার করার অনুরোধ রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর
রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নয়া মোড় ! চিঠি প্রত্যাহার করার অনুরোধ রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্য-রাজ্যপাল সম্পর্কে এবার নয়া সমীকরণ? সম্প্রতি রাজভবনের কয়েকটি নির্দেশ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্যদের পাঠানো হয়েছে। আর তা নিয়ে শুক্রবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজভবনের পক্ষ থেকে পাঠানো এই চিঠিকে প্রত্যাহার করার কথা রাজ্যপালকে জানানো হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শুধু তাই নয়, তিনি এও বলেন, ‘‘আমরা দ্বৈরথ চাই না, পাশাপাশি কাজ করতে চায় রাজ্য সরকার৷’’ প্রসঙ্গত রাজমহলের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্যদের যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট আচার্যের কাছে পাঠাতে হবে। রাজ্যপাল এর আগাম অনুমোদন নিতে হবে আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে। পাশাপাশি নির্দেশে এও জানানো হয়েছে উপাচার্যরা সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই নির্দেশে বলা হয়েছে বিশেষ দরকারে রাজ্যপালের এডিসি মাধ্যমেও আচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা।
advertisement
advertisement
রাজ্যপালের তরফে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয় দেখবেন একজন সিনিয়র আইএস অফিসার তার নামও পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে। আর তা নিয়েই রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নয়া সমীকরণ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ প্রসঙ্গে বলেন, ‘‘পরশুদিন শুনেছিলাম। এর কোনও আইনি ভিত্তি নেই। আইনি পরামর্শ করে দেখব। দু-একদিনে আইনি পরামর্শ চলে আসবে। রাজভবন থেকে যে চিঠি গিয়েছে, সেটা প্রত্যাহার করতে বলব। এতে বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট হয়। রাজভবনের সঙ্গে সরকারের সম্পর্ক ‘প্রতিযোগী’ নয়।’’ প্রসঙ্গত রাজ্যের তরফে রাজ্যপালের সঙ্গে যে এই বিষয় নিয়ে সংঘাতে যেতে চাইছে না, তা নিয়ে এদিন সেই অবস্থানে স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী বলেই মনে করা হচ্ছে।
advertisement
বরং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান মেটাতে চায় রাজ্য বলেই এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা বিষয় নিয়ে আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে রাজ্য। তবে এই প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে এদিন রাজ্যের প্রাক্তন রাজ্যপালদের নামও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা গোপালকৃষ্ণ গান্ধিকে দেখেছি। ধনখড়কে দেখেছি, এম কে নারায়ণন বা কেশরিনাথ ত্রিপাঠির মত কথা না বলা লোককেও দেখেছে। উনি যা বলতে চান পরিষ্কার করে বলতে পারেন। আমরা একসঙ্গে কাজ করতে চাই।’’ এই চিঠি প্রত্যাহারের কথা উচ্চ শিক্ষা দফতরের তরফে লিখিতভাবে জানানো হবে রাজ্যপালকে বলেই দফতর সূত্রে খবর। তবে তা করা হবে আইনি পরামর্শের পরেই বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CV Ananda Bose-Bratya Basu: রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নয়া মোড় ! রাজ্যপালকে চিঠি প্রত্যাহার করার অনুরোধ শিক্ষামন্ত্রীর, কিন্তু কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement