স্বাভাবিকভাবেই ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতেছেন ছাত্রছাত্রীরা। চলতি বছরে দুই দফায় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। রেজাল্ট জানতে সিবিএসই.গভ.ইন (cbse.gov.in) ঠিকানায় গিয়ে ফলাফল ডাউনলোড করুন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন, ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফলপ্রকাশ করেছে। শুক্রবারই দশন শ্রেণীরও ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: '২০২৪-এ মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি', একুশের মঞ্চে ভবিষ্যদ্বাণী মমতার
advertisement
আরও পড়ুন: আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান, বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী
ছাত্রছাত্রীরা সিবিএসইরেজাল্টস.নিক.ইন এবং রেজাল্টস.নিক.ইন (cbseresults.nic.in and results.cbse.nic.in) ওয়েবসাইটেও যাবতীয় তথ্য মিলবে। জানা গিয়েছে, চলতি বছরে রেজিস্ট্রার্টড পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছে, ১৪৩৫৩৬৬ জন। ১৩৩০৬৬২ জন পাশ করেছেন। চলতি বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন।