আয়ুষ্মান ৫০০ নম্বরের মধ্যে ৪৯৪ পেয়েছে। আয়ুষ্মানের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরে। তার বাবা উদয় কুমার ঘটক পেশায় শিক্ষক। স্কুল সূত্রে জানা গিয়েছে এবছর এই স্কুল থেকে ১৬৮ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে আয়ুষ্মান ষষ্ঠ স্থান অধিকার করে স্কুল থেকে গোটা জেলায় সাড়া ফেলেছে। তার এই রেজাল্টে পরিবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেজায় খুশি।
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
আরও পড়ুন: আইএসসিতে দেশের মধ্যে তৃতীয়, জেলার নাম উজ্জ্বল করল চুঁচুড়ার মেঘমালা
আয়ুষ্মান জানায় এই সাফল্যের পেছনে বাবা এবং মা খুব সহযোগিতা করেছিল। প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বাড়িতে পড়াশোনা করতাম। তার বাবা নিজেও পড়াতেন বলে জানায়।পরবর্তীতে তার ইচ্ছা আইটিআই করে রিসার্জ করার ইচ্ছা।
আরও পড়ুন: সারা দেশে প্রথম বাংলার সম্বিত, তাঁর নম্বর শুনলে চমকে যাবেন!
অন্যদিকে তার বাবা ও মা জানান ছোট থেকেই আয়ুস্মানের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল।বাড়িতে তাকে পড়াশোনা করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সাহায্য করা হত। তার বাবার মতে পড়াশোনা করলেই হলো না মানুষের মতো মানুষ হতেই হবে সেই দিকেও যথেষ্ট পরিমাণের লক্ষ্য রাখা হয়েছে বলে জানিয়েছেন।
Suvojit Ghosh